কবিতাগুচ্ছ * চন্দন রায়
ভালবাসার বয়স বাড়ে না
১.
বারবার স্বপ্ন দেখি ভিজে সন্ধ্যায় এক অপরূপ সাজে দূরত্বের শরীর কাছে এল। আলিঙ্গনের ভঙ্গিতে বলল - দাঁড়াও, রং এর রূপের রেখায়
তোমার স্বপ্নকে একটু ভিজিয়ে দিই।
বৃষ্টির ফোঁটা স্বপ্নের গায়ে আসতেই, আগুন এসে
মনকে জড়িয়ে নিল, দু ' পা শূন্যে, দেহ খালি
ঘুরতে লাগল, এলোক ছেড়ে অন্য কোথাও,
অন্য কোনখানে, অন্য মায়ায় -----
বৃষ্টিময় সন্ধ্যায় সন কিছু ছিন্নভিন্ন ------
দূরত্বের সাজ বজায় রেখে স্বপ্ন সরে গেল প্রতিদিনের বারান্দায়, উঠে এলো বাঁশির শব্দ,
ছায়াময় মুখ, খোলা জানালায় সম্পূর্ণ উত্তরহীন
একটা সকাল ----
২.
ভালবাসার বয়স বাড়ে না। পঁচিশের বর্ণমালা,
পেয়ারার ডালে ঝোলা ফর্সা দুটো পা, মেঘের মতো
ছড়ানো চুলের নড়াচড়া, দিব্যি পঁয়ষট্টিতে এসে
দাঁড়িয়ে থাকে ----
স্বপ্নের জলে ভিজতে ভিজতে সটান সবুজ
খুব ধীরে দাঁড়িয়ে থাকে উন্মুক্ত সদরে
ডাইরির বিষণ্ন পাতা জুড়ে লিখে রাখে সিঁড়ি থেকে
ছাদে ঘুরে বেড়ানোর মুখপোড়া ভালবাসার কথা
মনের বয়স বেড়ে যেতে থাকে, অসুখ আসে , হাঁটু
সরে সরে যায়, গভীরে চৌচির হয়ে যায় সময় ,
তবু ভালবাসার বয়স বারে না -----
৩.
আমাকে যে সারারাত জেগে জঙ্গলের প্রতিটি পাতা
চিনিয়ে বলেছিল -- তুমি এদের মত সত্য হয়ে ওঠো!
সেই কথার সঙ্গে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি
ঘুরে গেছি। শীত এসে ফিরে গ্যাছে। রোদ্দুরের সুদীর্ঘ
আলাপে চিনিয়েছে করিডোর স্তব্ধতা
নৌকোর মতো ভেসেছে রাত্রি, পৃথিবীর সমস্ত সত্য
ঢলে পড়েছে , মাটিতে প্রকাণ্ড গর্ত -------
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে আমাকে সত্য হয়ে
উঠতে বলেছিল, সে আজ দূরে পরে আছে,
পরাজিত ফুলের স্তবক ঘিরে পাতাহীন,জীর্ণ বৃতিপাত ------
৪.
তুমি ভয় পেলে, সাপেরা তানপুরা হাতে সারারাত
ডাকে। কফিনের ডালা খুলে খুব সন্তর্পণে প্রবেশ
করে গোলাপের নরম শরীর। বুকের পাশে জমাট
আত্ম সাবধানে থাকা স্বাধীন কবিতা ।
তুমি ভয় পেলে । পাতার শব্দে জেগে ওঠে দ্বীপের
বসতি। ভালবাসা পায় না বলে দীর্ঘ বনের ছায়া।
তুমি ভয় পেও না। তুমি ভয় পাবে না।
চলো এবারের ছুটিতে ঘাটশিলা ঘুরে আসি ----
***************************************************************************
চন্দন রায়
আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি । আটটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা । নতুন মান্দাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে । নীচে রইল কবি চন্দন রায়ের সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ : চিত্র নাট্যের ভিতর থেকে এবং নতুন মান্দাস পত্রিকার শ্রাবণ সংখ্যার প্রচ্ছদচিত্র।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন