শঙ্খ মিত্র * দু’টি কবিতা
সাংকেতিক
একঘেয়ে সুরের মতো বাজছে হত্যাজনিত মন্ত্র
ঠিক কী কী পদ্ধতিতে পুন:নির্মাণ করা যায়
এর কোন প্রথাগত কৌশল জানা নেই
যে আকস্মিক আয়োজন আমাকে তোমার কাছাকাছি নিয়ে এলো
তার সামনে সন্তর্পণে নামিয়ে রাখি সমস্ত ঘটনাপ্রবাহ
মৃত্যু অথবা মৃত্যু পরবর্তী আলোচনায় এখন আর রুচি নেই
সম্ভ্রান্ত জ্বর সেরে ওঠার আগেই
সুষুম্না দিয়ে বয়ে চলেছে হিমেল স্রোত
মুদ্রাস্ফীতির বাজারে কতটা বেসামাল হলো দিনলিপি
সে হিসাবও তথৈবচ
বেশকিছু ঋণাত্মক শব্দ মাথার ভিতর গাঁট হয়ে বসে আছে
তাদের সমস্ত নেতিবাচিকতা থেকে একটু একটু করে বেরিয়ে আসছে
একঘেয়ে সুরের মতো বাজছে হত্যাজনিত মন্ত্র
কেউ কি চিনেছে শিকার?
কুয়াশার অভিমুখ !
রাস্তা ভীষণ রূপক সাংকেতিক
দারুণ শীতের মতো বেলা প'ড়ে এলে
ভাঙে মিথ
উদ্বায়ী কোন গন্ধকের ন্যায়
ডানা মেলে দেয় হলুদ শুঁয়োপোকা
রূপান্তর একটি নিয়ত পরিবর্তনশীল প্রক্রিয়া
কাছে গেলে সহজে অনুমেয়, কখনো দাহ্য
অথবা তদনরূপ কোন মায়া
কুয়াশার অভিমুখ !
রাস্তা ভীষণ রূপক সাংকেতিক
দারুণ শীতের মতো বেলা প'ড়ে এলে
ভাঙে মিথ
উদ্বায়ী কোন গন্ধকের ন্যায়
ডানা মেলে দেয় হলুদ শুঁয়োপোকা
রূপান্তর একটি নিয়ত পরিবর্তনশীল প্রক্রিয়া
কাছে গেলে সহজে অনুমেয়, কখনো দাহ্য
অথবা তদনরূপ কোন মায়া
অনন্ত জিজ্ঞাসা
ঠিক কী কী পদ্ধতিতে পুন:নির্মাণ করা যায়
এর কোন প্রথাগত কৌশল জানা নেই
যে আকস্মিক আয়োজন আমাকে তোমার কাছাকাছি নিয়ে এলো
তার সামনে সন্তর্পণে নামিয়ে রাখি সমস্ত ঘটনাপ্রবাহ
মৃত্যু অথবা মৃত্যু পরবর্তী আলোচনায় এখন আর রুচি নেই
সম্ভ্রান্ত জ্বর সেরে ওঠার আগেই
সুষুম্না দিয়ে বয়ে চলেছে হিমেল স্রোত
মুদ্রাস্ফীতির বাজারে কতটা বেসামাল হলো দিনলিপি
সে হিসাবও তথৈবচ
বেশকিছু ঋণাত্মক শব্দ মাথার ভিতর গাঁট হয়ে বসে আছে
তাদের সমস্ত নেতিবাচিকতা থেকে একটু একটু করে বেরিয়ে আসছে
সহিংস নখদন্ত, বিপুল প্রত্যাঘাত
প্রতিটা সিঁড়ির ধাপে অনন্ত জিজ্ঞাসার পুঁথির শ্লোক
যেন মৃদু আহ্লাদে খুলে যাবে রহস্য-লিপি
অথচ ঘুমের সরণী বেয়ে চলে গ্যাছে সমান্তরাল ট্রামলাইন
আমার সমস্ত অপারগতাকে এক্স-ফ্যাক্টর ধরে নিয়ে এগোতে থাকি
যদিও সামনে কোন ইউ-টার্ন নেই
প্রতিটা সিঁড়ির ধাপে অনন্ত জিজ্ঞাসার পুঁথির শ্লোক
যেন মৃদু আহ্লাদে খুলে যাবে রহস্য-লিপি
অথচ ঘুমের সরণী বেয়ে চলে গ্যাছে সমান্তরাল ট্রামলাইন
আমার সমস্ত অপারগতাকে এক্স-ফ্যাক্টর ধরে নিয়ে এগোতে থাকি
যদিও সামনে কোন ইউ-টার্ন নেই
**********************************************************************************
জন্ম ও কর্ম জলপাইগুড়ি শহরের উত্তুরে জল-হাওয়ায়। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পাশ। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। বিগত প্রায় এক দশক ধরে লেখালেখির সাথে যুক্ত। সমকালীন বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশিত হয়। 2024 সালে কলকাতা বইমেলায় একমাত্র কাব্যগ্রন্থ 'আলোকিত চুপকথারা' প্রকাশিত হয়েছে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন