বিকাশ চন্দ * দু’টি কবিতা
প্রণয় রীতির চিঠি
মৌন বিষণ্ণ কাল দাঁড়িয়ে অনাথ ঈশ্বরের দুয়ারে
রাত পাখিদের ডানায় অবৈধ রাত একা
তবুও জীবনের পারাপার দিনে রাতে
নিঃসঙ্গ ছায়ারা দোল খায় একক ছন্দে
পোড়া জীবন জানে আগুন আর সন্ন্যাস কাল
পরব মরশুমে হৃদয় ছোঁয়া শূন্যতা
শরীর মোড়া ফুলদানি একা
সর্বনাশী দহনে কিভাবে থাকে রাতদিন অমলিন
বিরহী সন্ন্যাসিনী পোড়ে ঋতুপর্ণা দহনে
অসময় নিয়ে গেছে সুখ রেনু ক্ষতময় প্রেম
কোথাও শোনাচ্ছেন গান মানুষের জগন্ময়ী
মুঠো মুঠো মাটি তোলে মাতৃ কারিগর
মাটিও তো মানুষের চেয়ে বড় দামী সকল জীবনে
সূর্য প্রণাম জানে আগুন নেভেনি জ্বলে পীত চিতার জঠর
হৃদয় জ্বলা বাউল সুরে ভাসায় বনাঞ্চল
আত্মার সংস্রবে আত্মীয় ফুলের বাগান দোল খায়
তত বারই ভিজে যায় তুলট কাগজ
মরণ পোড়ায় হৃদয় পোড়ে জানে প্রণয় রীতির চিঠি
অস্থির জন্মকাল
পর্যুদস্ত সকল আলোঘর জানে অতীতের বধ্যভূমি
তবুও বুকের ভেতর টানে অমরত্বের স্রোত
শরীর ছুঁয়ে আছে বিন্দু বিন্দু নশ্বর বিলাশ
আজন্ম পরিক্রমায় ম্যাজিক আলোয় ভাসে পরমায়ু
ভবিষ্যৎ হাতছানি দেয় জড়িয়ে স্বর্ণলতা
আশ্চর্য আলোর ভেতর টানে আমার চেনা আকাশ
যতবার বাড়িয়েছি হাত উপেক্ষায় স্তব্ধবাক সময়
নিজেই ছুঁয়ে আছি ফুল পাতা গাছ পারিজাত পাঁপড়ি
কত সহজেই ছিঁড়ে ফেলি আমাদের সম্পর্ক সোহাগ
মূর্তিমতী গহীন আড়ালে সদ্যোজাত আন্তরিক মায়ায়
এদিকে অশুভ শক্তি ডাকে ওদিকে প্রশান্তি প্রলোভন
হাড়ে মজ্জায় অনাগত স্তব্ধতা ভালো লাগে না আর
অন্যদিকে অক্ষের ভেতর অনিচ্ছায় গোপন যাপন কাল
খণ্ড খণ্ড উদ্ধত কালো মেঘ ঢাকা জানে আলোর পতঙ্গ
উৎস কালের ধ্বংস বিলাসে ভাসে রাধা জীবন সুখ
রস কথায় কৃষ্ণকলি আজও আমাদের আকুল আনন্দময়
বিড়ম্বনা বেড়ে চলে মৃত মানুষের শরীর আলোর প্রবাসে
অতীত কালের গল্পে আমাদের সাথে দাঁড়িয়ে আদিসময়
কেবলই শরীর জুড়ে বেঁচে থাকে অস্থির জন্মকাল
*****************************************************************
বিকাশ চন্দ
জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত
কাব্যগ্রন্থ : বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩।
প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"।
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১।
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন