জলচোখে ফুল ফোটে
সোহরাব পাশা
গল্পগুলি খুব অহঙ্কারী
আগুন নেভানো জলচোখে
ফুল ফোটে,
দাহখণ্ডে বৃষ্টিশূন্য মেঘের সংলাপ,
ঘুমন্ত দিগন্তে ঢেউ ওঠে
ধূসর ঘাসের নদী
বালি ওড়ে স্মৃতির পাঁজরে;
স্বপ্নের গহিনে থাকে
সূর্যাস্তের ঘড়িপরা ভোর
গন্তব্যের প্রিয়দিন ,
দীর্ঘদূর দেখে প্রিয়মুখ
অনুবাদ করে নিবিড় আকাশ
রংধনুর ভুল গল্প ।
************************************************************
ময়মনসিংহ । বাংলাদেশ । প্রকাশিত কাব্যগ্রন্থ # একুশটি দশক # সত্তর ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন