রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

অণুগল্প * প্রভাত ভট্টাচার্য

 



সবুজবন্ধু 

প্রভাত ভট্টাচার্য 


সত্যি, আমাদের গ্রামটা কেমন যেন হয়ে গেল। সুজয় বলে উঠলো। 

      হ্যাঁ, আগে তো সবুজে সবুজ ছিল। আস্তে আস্তে করে পুরো রূক্ষ ,মরুভূমির মত হয়ে গিয়েছে। বলল দীপক। 

     আসলে আমরা সকলেই দায়ী এর জন্যে। সবুজ বাঁচানোর চেষ্টা কিন্তু আমরা এখনো করতে পারি। অর্জুন বলল। 

   অন্য দুই বন্ধু জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলো তার দিকে ।

স্বপ্নগ্রাম আগে ছিল সুন্দর সাজানো এক গ্রাম ,গাছপালায় ভর্তি। সত্যিই স্বপ্নের মতো জায়গা। কিন্তু সেখানকার মানুষ ধীরে ধীরে চাষবাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল। অনেকেই বিকল্প জীবিকার খোঁজে গ্রাম ছেড়ে চলে গেল অন্যান্য জায়গায়। অনেকে আবার গাছ কেটে ফেলতে লাগল। এইভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো সবুজের সমারোহ। 

    তিন বন্ধুর পরিবারের জমিজমা আছে, কিন্ত চাষবাস করে না কেউ। তিনজনেই গ্রাজুয়েট হয়ে বসে আছে। 

    আমরা তো আমাদের নিজেদের জমিতে চাষ করতে পারি, আর চারদিকে গাছ লাগাতে পারি। বলল অর্জুন। 

    খুব ভালো প্রস্তাব। বাকি দুজন বলে উঠলো একসঙ্গে।

    যে  কথা সেই কাজ। তিনজনে অক্লান্ত পরিশ্রম করে তাদের জমিতে ফসল তো ফলালোই, আরো অনেক গাছ লাগালো। শুধু তাই নয়, গাছ কাটাতেও বাধা দিল তারা। 

     তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আরো অনেকেই তাই করল। স্বপ্নগ্রাম আবার আগের মত সবুজ হয়ে গেল। 

     তাদের নাম ছড়িয়ে গেল চারদিকে। তাদের নাম হয়ে গেল সবুজবন্ধু । পুরস্কার ও সম্মান পেল তারা। 

    সেদিন সন্ধেবেলায় তারা তিনজন আবার বসে গল্প করছিল। সেই সময় গ্রামের প্রধান এসে বললেন, সত্যিই, তোমরা অসাধ্যসাধন করেছো। স্বপ্নগ্রামকে আবার স্বপ্নের জায়গা করে তুলেছো। সবুজবন্ধু জিন্দাবাদ ।












************************************"**************************************************************


প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, রাজবাড়িতে রক্তপাত , ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর  তিনটি ভিন্ন ধরনের উপন্যাস - দশভুজা, কাগজের মানুষ ও মায়াবী গ্রাম। এছাড়াও তাঁর আর একটি মনভোলানো সৃষ্টি 'গুহা মানবের ডায়েরি'  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন