শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ছাব্বির আহম্মেদ





মরণ বাঁশির শ্বাসকষ্ট

ছাব্বির আহম্মেদ



তোমার স্বপ্নে আসবো
কবিতার শব্দ চয়নের ভাঁজে ভাঁজে
উদাসীনতার বাউল বেশে 
এক কলসী তৃষ্ণা নিয়ে তোমার গালে পুঁতে দেব মায়াতরুর শিকড়
পাখির ডানার মতো চাঁদ ভর্তি কলঙ্ক এঁকে 
একটা ঘাসফড়িং এর চলে যাওয়াকে সপে দেব তোমার চরনে

জীবনের যত বহুরূপতা সবই তিলে তিলে 
বিচ্ছিন্ন বসনধারী হয়ে মাদকতা করবে
তা আর নতুন কী 
চলে যেতেই পারে সেই পুরনো দিনের মেঘ
তাতেই বা নতুন কী
আবার ফিরেও আসতে পারে 
তোমার গর্ব করে ডাকা নামের সেই হিমাদ্রির ঢেউ
যা দিয়ে শীতল করেছিলাম তোমার দুধে-আলতা দেহখানি

তোমার গোপনে লুপ্ত ছিল যত সিঁড়িভাঙা ভালোবাসা
সেগুলো পেয়ে ব্যস্ত হয়েছিল আমার জীবনের নীলম্বরী পালক
হারিয়ে যাওয়া মেঘে আকাশ জুড়ে এই যে বৃষ্টির ভাঙন ধারা
অনেকক্ষণ চুপ থেকে উড়ে যাচ্ছে 
উম্মুক্ত যন্ত্রনায় মন বলতো যাকে ভালোবাসো 
সে কীভাবে সবকিছু বিলিয়ে দিতে পারে 
অবশ্য তুমি যে তা দাওনি এমনটা নয়
তোমার ভালোবাসায় সেটা ধরা দিয়েছে 

সুপ্ত নদীগর্ভে চড়াই উৎরাই কতই চর দেখা যায়
তবুও সেই ছোট ঝোরের প্রবাহ একটা তুমি খুঁজতে খুঁজতে
ঢাকা পড়ে যায় অকাল বন্যায়
তখন গেয়ে ওঠে তোমার মরণ বাঁশির শ্বাসকষ্ট
এতো অযত্নে রাখলে কাকপক্ষীও যে টের পাবেনা 
তা তুমি বেশ ভালোই জানো
তবুও বলছি তোমার চাউনির তাজমহল একাকী নয়
ডান-বাম-উপর-নীচ সবেতেই প্রেমের মানসিক রোগী





















**************************************************************************




ছাব্বির আহম্মেদ


জন্ম (১০/০৪/১৯৯৪): নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাঁঠালিয়ার এক তরুণ উদীয়মান লেখক। শিক্ষকতা পাশাপাশি যতটুকু সময় পান, সেই সময়ে তিনি কবিতা লেখেন। এছাড়াও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "আলো" 'সময়ের আনন্দ' প্রকাশনী থেকে 2022 কলকাতা বইমেলায় প্রকাশ পায়। পত্রিকা ও ম্যাগাজিনে কবির কবিতা প্রকাশ পেয়ে চলেছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন