শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

কবিতা * পঙ্কজ মান্না

 




পঙ্কজ মান্না * দু’টি কবিতা


আয় বৃষ্টি ঝেঁপে

বৃষ্টি নামবে, এখুনি যেও না,সন্ধ্যারও চুল খোলা 

নাহয় থাকলে,একটা তো রাত,

স্মৃতিমালা গেঁথে গেঁথে 

আবেগের সেতু এলোমেলো হেঁটে পৌঁছব অঘ্রানে -

ঘন কুয়াশায় দু'জন যাত্রী আকাশ মাথায় নিয়ে 

পার করে দেবো শীলাবতী নদী মানুষের কলরব 


বাইরে শ্রাবণ ,মেঘও  চঞ্চল, বুকে বিদ্যুৎ ছুরি হানে 

মেঠো আলপথ ডুবে গ্যাছে ঘোলা জলে , 

দ্রাবিড় যুগের আদিম আঁধার যেন গিলে খেতে চায় 

অবলা পৃথিবী,অমল মানুষ,সমস্ত আয়োজন 


এ-সময় কেঠো,নিরাবেগী লোহা, 

চালুনির ফুঁটো দিয়ে প্রেমকথামালা অবিরাম ঝরে, 

ঝ'রে যায় অনাদরে 

ভুবনডাঙায় কেউ-ই তো কাঁদে না ভালোবাসা 

ম'রে গেলে 


বৃষ্টি পড়ছে, এখুনি যেও না,একটা তো রাত মোটে 

এদিকে অকাল শ্রাবণে স্মৃতিপথরেখা নিজেই টলছে, ...পিছল 


এই আকালেও কোনো কোনো লোক কাঁপছে 

স্বপ্ন-জ্বরে,

স্মৃতিকথা জুড়ে জুড়ে হয়তো আমরা পথ 

খুঁজে পাবো আগামী লোকোত্তরে 












যোগাযোগ 

মনে নেই   মুখ   চোখ 

ঠিক ঠিক মনে নেই 

যত্নে আঁকা অলীক কাজলও 

দেখা নেই কত যুগ,কতদিন কথা নেই,বলো 

আমি তো আনাড়ি লোক

তবু দেখি, 

ভাদ্রের আকাশজুড়ে বৃষ্টি-ধোয়া পঞ্চমীর চাঁদ 

ঘাটে পাতা জাফরিকাটা জ্যোৎস্নার আঁচল 

এইসব কোনোদিন ভুলে যেতে পারি ! 

আমি যে আমারই মতো,

শুধু যোগ পারি...যোগ পারি 












****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন