ইন্দ্রাণী সেনগুপ্ত * দু’টি কবিতা
জন্মদাতার হাতের তালুটা ঠিক কীরকম
ঋতু বয়ে যায়,ঋতু বয়ে যায়
বাবাদিবসের বসন্তবেলা
প্রবল স্রোতে সোস্যাল মিডিয়ায়
মনের ভিতর মনের জন্মকথা
তাকে তো অস্বীকার করা যায় না
যার হাতের তালুটা পৃথিবীর মত প্রসারিত
তিনি নাকি জন্মদাতা বাবা ........
আজ সেই হাতের তালু ছুঁয়ে
অনেক সন্তান আনন্দকে বৃত্তাকারে ঘোরাচ্ছে
আনন্দকে পাশ ফিরিয়ে দেখছে
কখনও সেই গমগমে কন্ঠটির
অতীত স্মৃতিফল নিয়ে
অসীমকে ছুঁয়ে যাচ্ছে.........
আর যে শিশুর বাবা শিশুর চোখ মেলার পর
প্রবল বাতাসের গতিতে পালিয়ে গেছে
সেই শিশু জন্মদাতার হাতের তালুটা ঠিক কীরকম
কোনোদিনও জানতে পারে নি
বয়ঃসন্ধিকালে বাবা যে কত রঙিন হয়ে উঠে
অমূল্য ক্ষণ তৈরি করে দিয়ে যান
তেমন গর্বিত স্বর,
নিজের জন্মকথার রঙ
জানতে পারে নি সেই শিশু
কোন্ অন্ধকারে মিলিয়ে যায় একটা বড় ছায়া
সোস্যাল মিডিয়া উত্তাল বাবাদিবসে
সেই ম্যাজিক আলো বড় হচ্ছে
ওই ম্যাজিক আলোর ছায়ায় দাঁড়িয়ে
কয়েকটি শিশু তো জেনে গেছে
আজ পর্যন্ত পৃথিবীর কোনো আন্দোলনে
বাবাদের ফিরিয়ে আনার উপায় বলে দেওয়া হয় নি
এগুলো নিতান্ত ব্যক্তিগত
তাই এইসব দুঃখ শরীরের গোপন ঘা'য়ের মতো
লুকিয়ে রাখতে হয়.......
বাজবে না সে
প্রিয়ার স্তনের আলোয়
নিজের নূতন জন্ম নিতে যদি পারো
অহংকার সব জলে ভেসে যায়
সব স্পর্শ যে তোমার ক্ষমতার বিন্দু নয়
কাকে ছুঁয়ে কাকে বাজাও
তুমি বাজালেই বাজবে না সে বিস্ময়
সব স্পর্শ তোমার ক্ষমতার বিন্দু নয়.......
************************************************************************************************







অনুভূতিকে শাণিত করে এই লেখা। সাবলীল ও গভীর
উত্তরমুছুন