রাসবিহারী ঘোষ * দু’টি কবিতা
প্রহর
রাতচোখের পাতায়
দিনছবি আঁকি আলোরঙা
ঢাকনা খুলে প্রহর ঘোষণা পর পর
কথা হারিয়ে শুধু পড়ে থাকে ভোর
জারুল ডালে রোদ ঝোলে
সকাল সকাল
তন্ত্রীতে ভৈরবী শুনি জাগার
আমাদের একটা জমি ছিল
আমাদের একটা জমি ছিল;
হোক না একটু দূর,
তবু বলার মত একটা দাঁড়ানোর জায়গা
পাশে একটা ডোবা,
পাঁক জলে কই,ল্যাঠা মাগুর,চ্যাঙ
ডুমুর , পেয়ারা আর তিনটে লম্বা তাল গাছ।
জ্যোৎস্না খেলত পাতায়
আঁধার চুপ করে বসে দেখতো পাশ থেকে।
কমপক্ষে একটা শিকড় ছিল,
দূর পর্যন্ত ছড়ানো
জমির কোনো আল ছিল না
জমির ওপর উঠোন,তার ওপর গাছ,
পাখিগান অমৃতলোকে ঢেউ তুলতো।
এখন পাখি বসে না অনেকদিন
জমি কবেই উড়ে গেছে দূর শহরে।
শুধু পেঁয়ারা আর তালগাছ গুলো
গা ঘেঁষে দাঁড়িয়ে।
দৈনন্দিন ভাবনা আর চিন্তার সরু
একফালি জমিতে
শিকড় ছুঁয়ে দিচ্ছে অনন্ত।
*************************************************************************
রাসবিহারী ঘোষ জন্ম ও কর্মসূত্রে বর্ধমান নিবাসী।পড়াশোনা শান্তিনিকেতনে।ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ।পেশায় শিক্ষক।নেশা কবিতা। 'ভিতরের ভিতর', 'নতুন পায়ের শব্দ' ও 'নেবুলার হাতছানি' তিনটি কবিতার বই প্রকাশিত। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হয়।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন