নিশীথ ষড়ংগী * দু’টি কবিতা
আহ্বান
এমন নিঃশব্দ ডাকে পেতে রাখতে ইচ্ছে হয় সমস্ত শরীর
এমন আহ্বান পেলে শিস দিয়ে ওঠে রাত্রিকাল
তবু এ মেঘের দিনে এক আকাশ অভিমান মেখে
স্তব্ধ হয়ে থাকে অশ্রুকথা
ব্যথিত এ নভোতলে কে কোথায় তৃষ্ণা রেখেছে!
অনেক দূরের দেশে শব্দদের বাড়িঘর, অরণ্যকুটির
লতা ও গুল্মের পাশে বসে থাকে সবুজ একতারা
প্রাচীন, আদিম যতো কতোকাল চুপ করে আছে --
এমন গহন ডাক বুক পেতে রাখা
এক লহমায় যেন পার হয়ে যেতে হয় নিজস্ব পরিখা...
ছোটগল্প
ছোটগল্পের মতো পথ, খুব দূরে মনখারাপের স্তুপ
ডালে ডালে অলৌকিক পাতা
অন্ধকার মফস্বল: ডুবে যাওয়া জ্যোৎস্নাসম্বল
ফুরিয়ে আসে তারাভরা খাতা
ব্যক্তিগত গোপনীয় মুছতে মুছতে হাঁটা
এতো বৃষ্টিকাল কেন চাপা পড়ে থাকে!...
তোমাকে অনেক আয়ু বাড়াতে বাড়াতে
কথা ছিল নিরুদ্দেশে যেতে --
আজ রুদ্ধ পৃথিবীর পাখির আকাশ
পুজোগন্ধে জেগে নেই কোনও পূর্বাভাস
শুধু থেকে গেছে স্মৃতি হৃদয়ের হাতে....
***************************************"**********************
নিশীথ ষড়ংগী
নয়ের দশকের অন্যতম কবি।প্রধান প্রধান প্রায় সমস্ত বাণিজ্যিক ও অবানিজ্যিক পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে।প্রকাশ পেয়েছে বেশকিছু প্রবন্ধ ও ছোটগল্প। প্রথম ও প্রধানসান্নিধ্য কবিতায়। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট।কেন্দ্রীয়সরকারী চাকুরি থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত।বর্তমান স্থায়ী ঠিকানা বাঁকুড়া জেলা হলেও জন্ম অধুনা ঘোষিত ঝাড়গ্রামে।এ পর্যন্ত সাতখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি প্রকাশিত-----






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন