শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নমিতা বসু




নমিতা বসু * দু’টি কবিতা 







কালের কল্লোল

যেখান থেকে শুরু করে ছিলাম----

মাঠ খোলা আকাশ,জলের আন্তরিকতা,

সমাধানের উৎফুল্ল আয়োজন,অনুমতির ব্যাকুলতা,

অখণ্ড বিষাদের সৎকার,

পিচ্ছিল গর্ভপাতের পুনর্জন্ম।


শূন্যের ইঙ্গিতে ফিরিয়ে দিচ্ছি--

কৃষ্ণ চূড়ার লাল রং,অনুশোচনার পদবি

তৃষ্ণার স্বীকারউক্তি, অবধারিত বিদ্রোহ।

স্নায়ুর চোরা স্রোতে গুমোট আঁধারের পরিপাটি 

নি:সঙ্গতা ফুলের ফুটে ওঠার পরিক্রমায় 

পাণ্ডুলিপি মুছতে মুছতে কখন যে ছবি হয়ে যায়----।



          









শূণ্যস্থান পূরণ 

লম্বা ফাঁক শূন্যস্থান পূরণের জন্য নয় ।

ওটা বহু বীজি।

রামধনু আঁকলেই খিড়কি সদর হয় না ।

মানচিত্র হারিয়ে ফেললে সব জল পানীয়?


খরস্রোতায় দক্ষিনের জানলা !

নিজের লেখা প্রথম শব্দ গুচ্ছ নীল অনুভূতি----

সব বোকা বোকা জোয়ার ভাটা।

সব জয়ের প্রতিধ্বনি হয় না ।


জন্মের কোটায় তৃতীয় লিঙ্গ ও মানুষ-ই।

এসব ক্ষতের মলম,এবার কোনটা যায় ওটাই শূণ্যস্থান পূরণ ।

রাত্রি মুখোশ হলে দিনের ছায়া অবিকল কল্ললিনী মায়া ।

সুখ বনেদি আর ফুটপাত!












*************************************************************************************************



            নমিতা বসু

জন্মস্থান ও কর্মস্থান দিঘা (পুর্ব মেদিনীপুর)

বিবাহ সুত্রে বাসস্থান কলকাতা বাগবাজার।

 এ পর্যন্ত তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে :

শ্রীচরণেষূ পুণ্ডরীকাক্ষ,  যে জন্য ডেকেছি তোমায়, 

মৌনতার স্বরলিপি।




            

1 টি মন্তব্য: