শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সৃশর্মিষ্ঠা

 



সৃশর্মিষ্ঠা * দু’টি কবিতা 








তোমার কাছে খরস্রোতাও গতিহীন 

বিকেলের অস্তে তোমার যাওয়ার কথা লেখা থাকে। মাইল খানেক দূরে কাঠের সেতু। হৈচৈ করে মিলেছে দুপার। বহু জন্ম আগে হারিয়েছিলে তুমি এপার থেকে ওপারে। পায়ের দাগে প্রস্থানের নিঃশব্দ এখনও থৈথৈ। সেতুর নিচে জল আর সময় বয়ে চলেছে সুখেদুখে অবিরাম। দেখাটাই কি আমার অসুখ! পারাপারের তরী শোনায় তোমার ফেরা না ফেরার গল্প। জাগি। দিনরাত জাগি। তোমার অপেক্ষায়। নদী থেকে ঘুম হাঁক দেয়। ভয় হয়। নশ্বর ডিঙিয়ে অবিনশ্বরের লোভে তোমাকে যদি ভুলে যাই। তোমাকে দেখার আনন্দে আজও কত শিউলিমেয়ে হৈহল্লা করে ফুরনের পৃথিবীতে। কখনও কখনও তাদের হাত ধরে চলে যাই কাশের দেশে...সফেন অরণ্যে!












সহজ স্নান 

যেমনটা রাত হলে

কালো আকাশ জন্ম দেয় 

তারার জোনাকি আর চাঁদফুল

এখানেই শেষ নয়


দূরে কোথাও আলোর আয়োজন 

রজঃস্বলা কন্যারাশির ছায়ায় আরক্ত 

জবাগাছের শরীর 


ঘুমভাঙা আড়ষ্ট বিধবামিনি

একাদশীর উপবাস ভাঙে

নিজের গা চেটে 


রোদের পাখিদের জাগিয়ে দাও, ওরা

গুঁড়ো মেঘ আর ছটাক বৃষ্টির গান গাইলে

মেয়েটির স্নান সহজ হবে 












*******************************************************************



সৃশর্মিষ্ঠা 

কবি পরিচিতি : জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।



২টি মন্তব্য: