শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অরূপরতন হালদার

 




অরূপরতন হালদার * দু’টি কবিতা 











অপেক্ষা

বুকের কিছুটা দূর দিয়ে অন্ধকারাচ্ছন্ন রাস্তা
আমার ছায়ামাখা আত্মায় জেগে উঠল একটা গাছের জীবন
আলো ভারাক্রান্ত, তার মধ্যে নীল রঙের সিঁড়িরা দুলছে
ছইয়ের লণ্ঠন নিভু নিভু, জলের অনেক নিচ থেকে উঠে আসে মাছেরা
তাদের দাঁতে অন্ধকারের এক একটা টুকরো জ্বলে উঠছিল
তোমার অপেক্ষার মতো 
যে মৃত্যুরা তোমার নাভির মধ্যে ফুটে উঠছিল ধূসর স্থলপদ্মের আভায়
তাদের আর কোনো গ্রহ নেই
একটা নিশ্চেতনা আর কাঁটার মুকুট একে অপরের মধ্যে জড়িয়ে যায়
রাস্তার সব প্রান্ত ধিকিধিকি জ্বলছে
পাঁচ ইন্দ্রিয় তাদের অস্তিত্বের মধ্যে শুনতে পায়
হাজার হাজার মথের পুড়ে যাওয়ার শব্দ
বাতাসের জন্য কোনো অন্তিম পৃথিবী থাকেনা
নিঃশব্দতার এক একটা মুহূর্ত আমাদের নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত 
অপেক্ষা করে আরও ঠান্ডা একটা গর্ভকেশরের ভেতর 





















আলোকপর্ণা

একটা বালিঘড়ি জ্বলছে পশ্চিম দিকের ঢালে
গ্রহণ করে নেওয়ার মধ্যে অলৌকিক ক্ষরণ
আমাকে স্তব্ধতার অসংখ্য বৃত্তের ভেতরে দাঁড় করিয়ে দেয়
মনে হয় যেন তাপ আসে তোমার ভালবাসার
ক্লদ মোনে এঁকেছিলেন যে লিলির গুচ্ছ আর পুকুর
সেসব কোনো বৃষ্টির আলোয় শুয়ে আছে
বেড়ালের থাবার নিচে সমর্পণ আঁট হয়ে বসে যাচ্ছে
পিপাসা আমাকে অসম্মত করে দেয়
আত্মার চেয়ে দুরূহ ওই ফুলের দেহ, সতেজতা
প্রব্রজ্যা অস্থির হয়ে ওঠে, গাছের বাকল জুড়ে তার কেঁপে ওঠা 
এই প্রথম সে তোমার কামনা জেনেছে
সমাহিত পা থেকে বাঁকাচোরা ট্রামের লাইন কুয়াশায় চলে যায়
গলে যাওয়া পৃষ্ঠায় বনের ছায়া
সেই ছায়া নিয়ে একটা শহর ঘুমিয়ে পড়েছে
ঘুমের মধ্যে ছেঁড়া গল্পের মতো ফিরে আসে আমাদের প্রথম চুম্বন





















****************************************************************************************




অরূপরতন হালদার 

পেশায় শিশু-চিকিৎসক। শিশুদের না-বলা অভিব্যক্তির মাধ্যমে রোগনির্ণয়ের দৈনন্দিনতা থেকে কবিতার অনাবিষ্কৃত ভূমিতে নতুন স্পন্দন শোনবার প্রয়াসী। কলেজ জীবন থেকে কবিতায় হাত পাকানো। এখনো পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। "শূন্য রক্ত গাথা"  সাম্প্রতিকতম বই, ডিসেম্বর, ২০২১শে প্রকাশিত। লিখেছেন বেশ কিছু বিশিষ্ট কবিতা-পত্রিকা ও ওয়েব-পত্রিকায়। কবিতা লেখা ছাড়া বিভিন্ন বিদেশি কবিতার অনুবাদে নিয়মিতভাবে ব্যাপৃত। চলচ্চিত্র ও চিত্রকলাও তাঁর বিশেষ আগ্রহের বিষয়।কবির দুটি জনপ্রিয় কাব্যগ্রন্থ --







1 টি মন্তব্য: