কবিতাগুচ্ছ * কৌশিক সেন
অপ্সরা
সাপ কিনেছি
কয়েক ঝাঁপি আজ,
নতুন করে নাচ শেখাবো তোকে
ছাপ চিনেছি
দাঁতের কারুকাজ,
বিষাক্ত সুখ শূন্য হওয়ার ঝোঁকে।
দাদরা তালে
মুদ্রা নামে বুঝি,
চোখের কোণে কবোষ্ণ কুন্তল
দুলকি চালে
আকাশকুসুম খুঁজি
বিষাদছায়া ভরলো বনতল!
বিষ তুলেছি
চিকন হাতের জাদু,
ছড়িয়ে দিলাম মেঘলা অচিনপুরে
লাজ ভুলেছি
রক্ত কি সুস্বাদু,
ঘুঙরু বাজে মনমোহিনী সুরে।।
কুমিরডাঙা খেলা
ইচ্ছেমতন উল্টে দেখিস মাছ
জলের ভিতর দেখতে পারিস
আনারকলি নাচ।
মেঘ শ্যামলী মিতাক্ষরা দিন
দ্যাখ, জালে তোর রাঘব বোয়াল
জীবন্ত, সঙ্গিন!
দীঘল বুঝি রূপসায়রের তট
চঞ্চলা মন শাপলা শালুক
লক্ষ্মীপুজোর ঘট।
রাতবিরেতে দরদরিয়ে ঘাম
নাভির শীষে কল্পতরু
সিক্ত মনস্কাম।।
মারি আন্তনিয়তে
রুটির আকারে বেলা খিদে
চকমকি, জ্বলে ওঠা চুলা
ধর্ম জেনেছে বুঝি হৃদে
খুলেছ যখনই পরচুলা।
ধরেছ মেলেই যদি পট
আখরোট, কাজু কিসমিস
ছুতো খোঁজে মহাসঙ্কট
ভেঙেছ তো তুমিও প্রমিস!
সামলে রেখেছ শয়তানি
জেনে গেছি তোমাদের ভেক
জিভের ডগায় দানাপানি
সুবাসিত ক্রিসমাস কেক।।
বার্ড স্যানচুয়ারি
লক্ষ্য করুন
সবুজপ্রবণ উড়ন্ত গাঙচিল
সব অবসাদ, রসিকপুরের বিল।
লক্ষ্য করুন
মকরমুখি ধর্মরূপী বক
রক্তপতন ভুলছে অলক্তক।
লক্ষ্য করুন
মেঘসারসের দেশ,
নীলকমলে মায়ার অবশেষ।
লক্ষ্য করুন
মাছরাঙাদের বুক,
শিখছে এখন বিষন্নতার সুখ।
লক্ষ্য করুন
পাখপাখালির ঝিল
এত্তো খুশি, সামলানো মুশকিল!!
নৈনিতাল
এক প্লেটে থাক চিকেন মোমোস। হট চকলেট হ্রদের পাড়ে
মেঘ জমে ঠিক সাঁঝের বেলায়, ফিরলে নদী দূর পাহাড়ে।
দু’এক ফোঁটা অশ্রু থাকুক; কৃষ্ণকলি নৌকাজোড়া
রাত কি নামে নীলচে খামে! মেঘ নাকি সে পায়ের তোড়া!
রাত মানে তো এগ চাউমিন, একটি প্লেটে দুইটি কাঁটা
আস্তে ও সুখ, কাঁপছে কি বুক! হ্রদছোপানো জোয়ারভাটা!
দুএক মুঠো ক্লান্ত বিকেল, তরল ছিল মোমবাতি লাল
শোক নাকি সে শান্ত হিমেল, মেঘ মানে এক বুকের চাতাল।
দুষ্টু আলোয় মোমবাতি দান, ম্লান হয়ে যায় কোন্ শ্রাবণে
ঝিলমিলিয়ে স্তব অনুপান। মেঘ নাকি, ও লাজুক কনে!
হাত পেতে বল, জলকে নামি, ছলকে ওঠা মন্দ ভালোয়
দূর শহরের স্পর্শে থামি, মেঘ থেমে থাক হ্রদের আলোয়।।
***************************************************************************************
জন্ম :২২ সেপ্টেম্বর ১৯৭৬ বহরমপুর, মুর্শিদাবাদে। ছাত্রজীবন ও বেড়ে ওঠা বহরমপুর শহরেই। কলেজ উত্তীর্ণ হওয়ার পর কঠোর জীবন সংগ্রাম। সাতাশ বছর বয়সে দিল্লীতে আগমন। কেন্দ্রীয় সরকারী কর্মচারী। আঠেরো বছর ধরে দিল্লীর বাসিন্দা। দিল্লী ও দিল্লীর বাইরে বেশ কিছু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত ও প্রশংসিত। প্রকাশিত কাব্যগ্রন্থ : রাই জাগো গো, কর্ষণলিপি,পাখিঘুম।







অসাধারণ লেখা সব।
উত্তরমুছুন