গল্প পরিধির সকাল সন্ধ্যে
হরিৎ বন্দ্যোপাধ্যায়
এক
দীর্ঘ রাতের পর ছোট্ট একটা সকাল। জানলা খুলতে খুলতেই রোদ যেন কোথায় হারিয়ে যায়। সারা ঘর ছুটে বেড়িয়েছি। চারকোণার হাতছানিতে সাড়া দিতে দিতেই তো চামড়া ঝুলে গেল। মেঝে আর দেওয়াল থেকে চোখ সরাতেই পারছিলাম না। নাক আর বুকের ভয়ঙ্কর ওঠানামায় জানলা পাই। আলো দেখার অনেক আগেই লোহার শিকের ফাঁকে নাক গলিয়ে দিই।
দুই
দূরে যাওয়ার মাপ মাথায় ঘোরে। হাতের নড়াচড়া দেখতে দেখতে পা গুনি। চারপাশের ছোটো ছোটো গাছপালার শরীরে আপ্লুত হই। বিন্দু মাথার দর্শক হয়ে বুক ফুলে ওঠে। নিজেই বুঝতে পারি না দূরে যেতে চাই, না চারদিকের সবকিছু মুছে দিতে চাই।
তিন
গাছ নিয়ে যতটুকু লিখেছি তা এখনও কাউকে দেখাই নি। এতদিন যতটুকু বন্ধুদের চোখে চোখে ঘুরেছে তা সবই লেখার আগের প্রস্তুতির একটা অনুশীলন মাত্র। আমাদের সেই বড় গাছটির ছাতা গত বর্ষায় তার মাথায় বেশ কয়েকটি ফুটো হয়ে যাওয়ায় আমার মূল লেখায় যেতে আরও একটু সময় লাগবে। যদি তার আগে আমার মাথাতেই অঝোর ধারা ঝরতে শুরু করে তাহলে অনুশীলন এগিয়ে থাকবে সকালের জন্যে।
চার
ভুলে যাওয়া মানে একটা বিকেল। সকালের ফর্দ হাতে হাতে ঘুরেছে অনেকক্ষণ। তারপর কোথায় যেন একটা বাঁকের মুখে হঠাৎ ঝাঁকুনি দিতেই অনেক কিছুই খসে যায়। দুপুরের রোদে কে আর অত মনে করতে চায়! ভুলেই যায় চৌকাঠ পার হয়ে আসার কারণ। যে ক'টা মুখ মনে পড়ে তারা অনেকদিন আগেই ঘুমিয়ে পড়েছে।
পাঁচ
এখন গল্প করতে গিয়ে বুঝতে পারি অনেক শব্দেরই বাঁধন আলগা হয়ে গেছে। জিভের কাছে এসে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে। কিছুতেই আর গুছিয়ে উঠতে পারি না। কিছু শব্দ এত ভারী যে জিভ মুড়ে গিয়ে ভেতরে ঢুকে যায়। অথচ এসব একদিন হাত বাড়িয়ে কাছে টেনে নিয়েছিলাম। তাই গল্প বলি কিন্তু অনেকেই তার পথ চিনতে পারে না।
***********************************"**********************************************
হরিৎ বন্দ্যোপাধ্যায়
জন্ম ২ জানুয়ারি, ১৯৬৭ পশ্চিমবঙ্গের হুগলী জেলার ধনিয়াখালি গ্রামে। লেখালিখির শুরু খুব ছোটবেলা থেকেই। পেশায় গৃহশিক্ষক হলেও সাহিত্যই চব্বিশ ঘণ্টার ধ্যানজ্ঞান। কবিতার জন্যেই তাঁর বেঁচে থাকা। উদ্দেশ্যহীন পথচলা তাঁর কাছে নেশার মতো। এই পৃথিবীতে রেলস্টেশনই তাঁর বসবাসের একমাত্র জায়গা বলে তিনি মনে করেন। একান্ত ইচ্ছা মধ্যরাতে একটি অসমাপ্ত দীর্ঘকবিতা নিয়ে অরণ্য এবং নির্জন দ্বীপে চিরকালের জন্যে হারিয়ে যাওয়া। জল মাটি হাওয়া গাছপালা নদীর সঙ্গ তাঁর কাছে চির-আকাঙ্ক্ষিত।
প্রকাশিত কাব্যগ্রন্থ : তুমি অনন্ত জলধি, জানলা সিরিজ, মধ্যরাতের সংলাপ, অস্বীকারের অসৌজন্যে উড়ে যাবে আকাশ, পাখি রঙের আকাশ, রোদে ভাতের আলপনা, হৃদয়ের নির্জন বাঁশির সান্ধ্যভ্রমণ।
সম্পাদিত পত্রিকা : ছায়াবৃত্ত, কাটুম কুটুম।





সহজ ভাবে লেখা অনুভব
উত্তরমুছুন