গোবিন্দ মোদক * দু'টি কবিতা
অনধিকার চর্চা
কবিতাটা আরও একটু ভালো হতে পারতো
— এমনটা শুনলেই আমার বাসি বিছানায়
মধ্যাহ্নের অসহনীয় রোদ নামে,
অথচ একগণ্ডুষ জল পাবো এই লোভে
হজম করে নিতে হয় বদহজমের মন্তব্য।
ভাবি — কে দিব্যি দিয়েছে
কবিতাকে আরও সুন্দর হতে!
মা-বাপের আট-দশ ছেলে-মেয়ের
সবাই তো আর বিলেত যাবে না
সবাই তো আর গলায় স্টেথো ঝোলাবে না
রুমালে চোখ মুছিয়ে দেওয়ার জন্যও তো
কাউকে দরকার
কাউকে তো ভীষণ প্রয়োজন
আসন্ন কান্নাদিনের জন্য
একটা ছেঁড়া গামছা যথাসময়ে যোগাড় রাখতে।
তবু লকলক বেড়ে চলে উঠোনের পুঁইমাচা …
ততোটা খাওয়ার সময় হয় না
যতোটা খেয়ে যায় ছেড়ে দেওয়া গরু
আর পাড়া-প্রতিবেশী!
একান্ত আপন
এ বড়ো সুখের সময় নয়
তোমাকে ভাবলেই মনে জাগে বিস্ময়!
না, এ কথা আমি বলিনি
বলছে কবির কলম।
তোমাকে স্পর্শ করেছি বলেই
আমার পৃথিবীটা এত স্পর্শকাতর!
না না এ কথাও আমি বলছি না
বলেছে কবির কলম।
তবু তোমার বুকের গহনে
খুঁজে ফিরি সেই কস্তুরী,
খুঁজি অনাঘ্রাত কুসুম।
মধুমাস এলে
লতারাও তো লজ্জাবতী হয়ে ওঠে
ঠিক তোমারই মতো!
না। এ কথাও আমার নয়।
লিখেছে কবির কলম।
তোমার জন্য আমি পাগল
দিন যায় অদ্ভুত আবেশে
শুধু তোমারই কথা ভেবে।
লোকে পাগল বলে
আমায় গায়ে ধুলো ছোঁড়ে
আমি গায়েও মাখি না।
না, এ কথাও আমার নয় আদৌ!
এর পেছনেও কবির কলম।
আমি শুধু জানি —
আমি তোমারই একান্ত আপন।
কি বলছো?
এ কথাও কবি লিখে গেছেন!
হায়! এখন আমি কি বলি!
************************************************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন