খগেশ্বর দাস * দু'টি কবিতা
আগুন সমাচার
পোড়াকাঠ ছাই সরিয়ে সিঁথানে এঁকেছে নদীর সোঁতা
বেদরদি ভালোবাসা রাইফেলের টোটায় এফোঁড় ওফোঁড়
কান্নাতে মিশেছে কত যে নদীর জল
ঝাঁপ দিয়েছি পাহাড় প্রমাণ সমুদ্দুরের ঢেউয়ে ।
দোলাচলের কৌতুকে জেনেছি আগুনের গোপন
খামখেয়ালি ইচ্ছে থেকে করুণ মনস্তাপ
জীবনের রূপান্তর লিখেছি প্রতিদিন প্রতি পাতায়
দুর্বিষহ ছায়ার সহবাস শিখেছি রাতের সাহসে ।
দ্বিধা দ্বন্দ্ব, অপমান যে আগুনে পোড়ে
মনে মনে থাকে কিছুটা অপূর্ণ মুগ্ধ অনুরাগ
আগুন পোড়ায় যত পরাজয়, কিছু জয় ধোঁয়া হয়ে ওড়ে
ইচ্ছেডানা মেলে শুনশান আকাশে উড়ে যায় ।
অনন্য বসন্ত
জোছনার নিবিড়ে সফেদ ডানার গান
বৃহন্নলা ছায়ারা মুক্তি খোঁজে প্রখর দিবালোকে
বিমর্ষ ভাবনা গুলো অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী
রাতদিনের মধ্যবর্তী পিঁড়িতে বসেছে ।
আমার মনোভাব একপেশে নদীর ভাঙন নয়
দুরন্ত পাথর ছুঁয়ে সোহাগ চিনেছি
নিষ্ঠুরতা জেনেছি কত বিশুদ্ধ মখমলে
উড়ু উড়ু প্রাণ শূন্যে উড়ে উড়ে
চয়ন করেছে কিছু স্নিগ্ধ অবকাশ ।
মাধবীলতার বনে ভেজা স্পর্শ নয়
শুকনো পরাগে সুরের তুরপুন
নিরাময়ে স্নেহের এমনই গুণ
বিশল্যকরণীর অতিদ্রুত ক্ষতের নিরাময় ।
*******************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন