মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

সন্তর্পণ ভৌমিক





সন্তর্পণ ভৌমিক * দু'টি কবিতা






রাত্রি পরিস্থিতি 

রাত্রিপক্ষে নীরবতা আসে

তার সাথে নদীগুলো হেঁটে যায় কিনারা বিহীন

কতশত দুঃখে আহা গন্তব্য গড়ানো

প্রিয়তর বন্ধ্যা হয়ে আছে

ফেনিল লালার অবসরে


সামান্যঅধীর পাথর, উদ্বায়ী হয়ে গেল রক্তচাপ সহ

এমনো কঠিন দিন আসে 

কারা যেন নষ্ট হলো আদিবীর্য চাপে


এখন বৃষ্টি হয় পাথুরে সমান

জমে থাকা সুখদুঃখ জরাজীর্ণ হয়

পথ চেয়ে বসে থাকা জোনাকিরা সব

আহত নিহত হবে

সারারাত উশৃঙ্খল প্রেতযমনাচে।











মানুষ, শ্বাপদন্যায়

রাত্রিগন্ধি মানুষেরা আসে

বিকটদর্শি, বিষণ্ণ ততোধিক, আর

চোখেমুখে অসহ্য সুখের জন্যে

অতিঘন ক্লান্তি দেখি

রক্তাল্পতা অতিঅত্যধিক


শিরদাঁড়া ক্ষয়ে গেছে

জিভ নেই, মূকযুদ্ধে সব খুব বিরক্ত কাতর

আঁধারি প্রত্যাশা আসে

লালমাটি মাখে যত বিরহী শ্বাপদ


আমার কলুষপূর্ণ হৃদচিত্ত নিয়ে

আমি বসে থাকি অনিদ্রায় তোমার বৈঠায়

জল তবে কালো হলো, কখনো তামাটে

হাড় ও মজ্জাপিণ্ড পাওয়া গেল 

কোনো এক শকুনির দাওয়ায়।


**************************************************************************************************************



সন্তর্পণ ভৌমিক

কবি ও গদ্যকার। জন্মস্থান বাংলাদেশ। কানাডায় বসবাসরত প্রায় দেড় যুগ। কবিতাই ধ্যান ও ধারণা। মূলত ছোট কাগজের লেখক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন