সোমবার, ২ অক্টোবর, ২০২৩

নিশীথ ষড়ংগী





নিশীথ ষড়ংগী * দু'টি কবিতা 





অর্ঘ্য

নৈবেদ্য সাজানো ছিল; রাগ, দুঃখ, অভিমান ,সব,,,

চোখের বরষা ছিল,বিদ্যুৎপ্রতিম ভুরু,অন্ধনাভিকূপ

বিদ্ধ দুই ডানা


আরও কী কী থাকতে পারে, আর কী কী থাকে?

লজ্জারাঙাজল আর উন্মাদসিঁড়িরধাপ,গোপনকুসুম

অজস্র অজানা,,,


এইতো সুদূর অর্ঘ্য,অগণ্য নগণ্য তৃষ্ণাফুল

ধূপ, দীপ,তৃণ ও তণ্ডুল

ছিন্ন স্মৃতিপথ


দশক শতক ধরে পরুষপাথর পুজো পায়

সামান্যকলস কেঁপে ওঠে

দুলে ওঠে শান্ত জগত,,,


এতো অন্ধ পর্ণমোচীবন! সূর্য ডুবে যায়

মুদ্রণপ্রমাদহীন তারায় তারায়,,,,









স্বরবর্ণ

নিজস্ব খুঁজেছো কিছু ,তবু স্বরবর্ণের মতো মৌলিকতা

এখনও সুদূর--

আলো এসে পড়েছে পাতায়, সামান্য তির্যক আর

খানিক এলানো

মৃদু ও মন্থর,,,


তিনটি দিকেই খাদ,একক নির্জন সিঁড়ি

পদধূলি এবং উড়ো হাওয়ায় লাঞ্ছিত

সমাপ্তিবিন্দুর পাশে সমর্পিত মন্দির-দরোজা--


বন্ধদ্বার,,,


বর্ণ খুলে রেখেছো নামিয়ে

শব্দশস্যভারটুকু,তাও মুক্ত করেছো হেলায়

সম্মানচিহ্নটিও,,,


স্বরবর্ণের মতো মৌলিক বৃষ্টিকে নামাতে

আরও ধুলো হতে হবে, কুয়াশাআঁধার

নিঃশব্দের মতো ঠাণ্ডা, তীব্র জলকণা


আকাশহৃদয়ে কিছু মুগ্ধ আনাগোনা,,,


***************************************"**********************



নিশীথ ষড়ংগী

নয়ের দশকের অন্যতম কবি।প্রধান প্রধান প্রায় সমস্ত বাণিজ্যিক ও অবানিজ্যিক পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে।প্রকাশ পেয়েছে বেশকিছু প্রবন্ধ ও ছোটগল্প। প্রথম ও প্রধানসান্নিধ্য কবিতায়। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট।কেন্দ্রীয়সরকারী চাকুরি থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত।বর্তমান স্থায়ী ঠিকানা বাঁকুড়া জেলা হলেও জন্ম অধুনা ঘোষিত ঝাড়গ্রামে।এ পর্যন্ত সাতখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি প্রকাশিত-----




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন