সোমবার, ২ অক্টোবর, ২০২৩

গুচ্ছ কবিতা * পার্থ প্রতিম গোস্বামী





কবিতাগুচ্ছ * পার্থ প্রতিম গোস্বামী









অসংলগ্ন

১.

মনে পড়ছে না তোমাকে 

মন পুড়ছে না আর


এর থেকে বড়ো আশীর্বাদ আর কি আছে


এর থেকে বড়ো অভিশাপ ? 



২.

একবার ভুল বুঝে নিলে 

আর কোনো কষ্ট নেই 

বিষও নাকি সুস্বাদু 

আর 

সবকিছু সত্যি মনে হয়



৩.

পাগলামি

মনের অসুখ


কেউ ভালো থাকে 

একমনে উঠোন নিকায়


কেউ 

সারাদিনরাত 

ভুলভাল বকে 


বৃষ্টির মধ্যে হাঁটে

রৌদ্রে ঘুমায়



৪.

কবিতা লিখবো না আমি

লিখবো না কবিতা 

আমি কবিতা লিখবো না আর


এরপর লিখে যাবো 

লিখে যাবো

একা একা 

একা একা

একা একা

ওহে আলো

ওগো ছায়া

ও আমার তীব্র ঘূর্ণিপাক

যা কিছু হয় নি 

আর হবেও না কক্ষনও 

সে সব খোলামকুচি 

টুং টাং

তোমার আমার  




  





৫.

অন্যকিছু ভালো লেগে গেলে

অন্যদিকে 

তোমাকেও হয়ে যেতে হবে গাছ


যেভাবে সমস্ত অবহেলা সত্ত্বেও 

সে

কোনোদিন, কক্ষনও 

তোমাকে ভালোবাসতে ভুলে যায় নি



  ৬.

ছুঁয়ে দিচ্ছে কেউ 

আর নড়ে উঠছে গাছের চিবুক 


শুঁয়োপোকা উসখুস 

আনন্দ লেগেছে ডানায়


কাঁপা কাঁপা আঙুল বাড়িয়ে

সুগোপন দুইটি শামুক 

ভেঙে দেয় দ্বিধার আগল


এইসব দেখে 

একটি আপাত সুস্থ লোকের 


গত জন্মের সব পাগলামি মনে পড়ে যায়


  

৭.

এভাবেও হয়

যেভাবে মাটির স্তনে দুধ এসে

ভরে যায় ধান


যেভাবে গর্ভমুখ

বাতাসকে সুনিবিড় ছুঁলো


আলো এসে অন্ধকারে 

ডেকে নিল আনন্দের বান


এইভাবে ফুলের মতোই 

আদরের জল মেখে

স্নান সেরে নিলো যে সুদূর 

আর চুমু দিলো আকাশের গায়


তাকে তুমি ভুল ভাবো

তাকে তুমি মানো বা না মানো


আমি একে প্রার্থনা বলি

অথবা উন্মাদের গান 


 

৮.

যেটুকু সহজ বোঝা গল্পের মতন

তাকেই কি মন দিলে 


তোমাকে বুঝবে তবে কে 

তোমাকে খুঁজবে তবে কিভাবে 

এ অনন্তকাল


গল্প ফুরিয়ে গেলে 

কি করে জুড়োবে বলো 

আয়নার সহস্র কাঁদন


কবিতাই নাকি একা পারে 

একা একা গিলে নিতে 

কৃষ্ণগহ্বরে যত শোক 


এইসব সাতপাঁচ ভেবে 

সারারাত মাথামুন্ডুহীন 

কি যে সব লিখে যাচ্ছে 

লিখে যাচ্ছে 

লিখে যাচ্ছে 


একখানি তার কাটা লোক 



*************************************************************************************************



পার্থ প্রতিম গোস্বামী

পেশায় স্কুলশিক্ষক (ইংরেজি ভাষা) পার্থ প্রতিম লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে নিয়মিত লিখছেন। 
 কবিতা লেখা, গান তৈরী ও গান গাওয়া-র মধ্যে জীবনের অপার আনন্দ খুঁজে পান। 
বসবাস পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা টাউন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন