সোমবার, ২ অক্টোবর, ২০২৩

গুচ্ছ কবিতা * তুষার ভট্টাচাৰ্য





কবিতাগুচ্ছ * তুষার ভট্টাচাৰ্য 







     


অভিমানের অশ্রু

অভিমানের অশ্রু দু'চোখে

 ঝরে পড়লেই

বর্ষার বিষণ্ণ চাঁদ ডুব দেয়

রাত্তিরে ঘুমোনো নদী জলে l



অন্ধ ঈশ্বর

অন্ধ ঈশ্বর জানে না সূর্যাস্তের

অন্ধকারে

নদীর জলে ভেসে যাওয়া

শ্মশানের পোড়া চ্যালাকাঠে

লেগে থাকে কত অশ্রু বিন্দু l


 


       









পুণ্য ভূমি

রাত্রির সংগোপনে আমার কপালে যে রেখেছে হাত

দ্বিধা দ্বন্দ্বর সমস্ত বেড়াজাল ভেঙে

আমি তার কাছে নতজানু হই  ;

আয়ত দু'চোখের তারার সংকেতে খুঁজে নিই ভালবাসার এক

গোপন রহস্যময় ঠিকানা ;

মনে হয় যেন এও এক পুণ্যভূমি

পরিব্রাজকের  মতো ডানা মেলে তাই বারে বারে

ছুটে আসি ভালবাসার রহস্যময় ঠিকানায়   ;

আমার কপালে যে রেখেছে হাত l



ভোরের দোয়েল শালিক

যারা বেঁচে আছে হলুদ কাঁসার থালার মতন

জোছনা আলোর স্বপ্ন বুনে চোখে

তারা কোনওদিন খড়কুটোর মতন

ভেসে যাবে না

নদীর বান বন্যায়, জলস্রোতে

পলিমাটির ঘ্রাণ নিয়ে তারা নতুন ঘর

বাঁধবেই ;

তাদের নিকোনো মাটির উঠোনজুড়ে

রুপোলি রোদ্দুরে

ভিজে খেলা করবে

ভোরের দোয়েল, শালিক পাখি l



*************************************************************************************************



তুষার ভট্টাচাৰ্য

তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ  ( কলকাতা বিশ্ববিদ্যালয়  ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন