নীল কমল * দু'টি কবিতা
আস্বাদ..
লবণ
প্রায় নেই
ভাতের থালায়
তার থেকে বড় কথা হল
জীবনটাও তো লবণবিহীন
মিষ্টি প্রসঙ্গ
সেও বলারমত নয়
জীবনের আস্বাদটুকু
ভুলে চলেছি একরকম
আসল কথাটা হল
তেতোটাই বেশি জোটে
টক ঝাল নিয়ে আছি বেঁচে
শ্রাবণ শেষে
যখন মেঘ নামে
মাটির কাছাকাছি
থমকে দাঁড়ায় জানালার বাতাস
আমি তখন
দুঃখের অশ্বাদ নিয়ে ভাবতে শুরু করি।
ভাষা..
তোমার হাতটি দাও আমার হাতে
ধরে থাকতে দাও কিছুক্ষণের জন্য
আমরা কথা বলব স্পর্শের ভাষায়
এই ভাষা তো আমরা বিলক্ষণ বুঝি
আমরা বুঝি এই ভাষার সমস্ত ব্যাকরণ।
******************************************************************************************************
নীল কমল
হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কবি নীল কমল সমান সাবলীল । দীর্ঘদিন কবিতা লিখছেন দুই ভাষাতেই ।তাঁর কবিতাতে যেমন উঠে আসে সমকালীন জীবনযন্ত্রণার ছবি তেমনি ভাষা পায় অন্তর্লীন মনের নানা সুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন