মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

অমর ঘোষ




 

অমর ঘোষ *  দু'টি কবিতা







নৈসর্গিক

তোমাকে আঁকতে গিয়ে

হারিয়ে ফেলি খেই


অন্যমনস্ক রঙ-তুলি

মেঘেরও মনখারাপ


তবু, বাগান জুড়ে 

মাধবীলতার হাসি ------








ডাক

সময়কে বাঁচানো যায় না 


সরু সুতোর ওপর পেন্ডুলামের মত দুলছে

কাপ-সাহার মেয়েটি


ও'জানে  , ভিতরে নুন জমলে

সমুদ্রের ডাক শোনা যায়


ভেসে যাওয়া ও ভেসে থাকার সম্পর্ক

রামধনু বোঝে


পায়ে হেঁটে নদী পেরুনো

ঘুড়ি ওড়ানোর মত ব্যাপার -------


********************************************************************************************



অমর ঘোষ

ঠিকানা-3 রাজকৃষ্ন মুখার্জি গলি , চাঁপদানী, বৈদ্যবাটি, হুগলি ।

প্রকাশিত কাব্যগ্রন্থ- 
একক যুদ্ধে তবু
প্রিয় ফুল কোথায় লুকালে ?
গল্প গাধার দেশ
আরো একটি পালক
স্বপ্নের মার্বেল পেপার
জোৎস্না ঘোড়া ও বোতাম বৃষ্টির জল
নিরুদ্দিষ্ট চাঁদ ও পাখির ভুবন
অনন্তপুরের ডাকপিওন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন