মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

লিটন শব্দকর





লিটন শব্দকর * দু'টি কবিতা









ধ্রুপদী সাইকেল ও পকেটের জলছবি 

ঢেউয়ের বুকে ভেসে আসে পুরনো কিছু কলমিরঙা খাম

ছেড়া লেফাফা - বিবর্ণ পাতা, ধুলোঝড় কিনে আনতাম


চোয়ালের নতজানু দূর্গ,  গানের মতো সাইকেল

বিড়ম্বনা বেহালা সাজ, বিস্ময়ে গাড় বিকেল


জলছবি মুখোমুখি দাঁড়ায়, আঘাত কতো না মলিন

কিছুই হয়নি লেখা পকেটের ভুগোলে

ধূসর যুবতী এক সুলেখা কালিতে লীন









কবিতারঙা বিকেল

সকালে ভাত ফুটতে দেরি হচ্ছিল 

অথচ হাড়িতে ফুটন্ত কবিতা


কতটা ফুটছে তা দেখতে যেতেই

স্নিগ্ধ হাসি হাসলো 

লাজে রাঙা ফুরফুরে একটা শূন্য

মলাটের কাছে কে যেন আসে,


রেখেঢেকে হাড়ির ঢাকনা অবধি

লাজুক বাতাসের আঘাত 

পাপ জমে পাহাড় ; ছাইপাশে। 


উনুনে পাণ্ডুলিপির প্রিন্ট আউট 

একটি লোক সভায় যাবার আগে

বাঁধাকপির খোসা ছাড়ানোর মতো 

বিকেলের পাঞ্জাবী ছিড়ে ফেলে।



***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন