মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

গৌতম রায়






গৌতম রায় * দু'টি কবিতা 







অপত্য বাৎসল্য জানে

সাইক্লোন এলে আমার স্বস্তি নেই 

ঝড় যাতে ভাঙতে না পারে হাত-পা মাথা আঁকড়ে ধরি বাবার 

ভূমিকায় শিশুকিশোরগাছ,  

বৃষ্টির হুল এসে বিঁধে, ঝড় এসে দুমড়ে মুচড়ে দেয় শরীর 

তবুও সন্তানকে বাঁচিয়ে রাখি কর্তব্যের মতো।


অপত্য বাৎসল্য জানে ঝঞ্ঝার চেয়ে তার শক্তি বেশি 

আমার ভেতর ঈশ্বর জেগে ওঠে 

ধীরে ধীরে দুর্যোগের তীব্রতা কমে এলে মেঘহীন রোদে 

দোল খায় শিশু কিশোররা 

আমি পিতৃত্বের দাবিতে সাফল্যের সাদা ডানা ওড়াই 

ঘাসফুলি পাতাগুলি কুড়োয় ক্লোরোফিলআলো, 

বিজ্ঞানের মতো অপত্য স্বপ্ন বাঁচে 

পৃথিবীর আত্মীয়তায় স্বপ্ন প্রতিমা হয়। 

ঘরে বাইরে পাঞ্চেৎ পাহাড় ওড়ে, সূর্য পোড়ে 

বামনী নদী নর্তকী হয় 

ময়ূরপাহাড়ে সৌর আলোয় মহামায়া পৃথিবী তিলোত্তমা হয়।













হাততালি 

ঈর্ষা নয়, 

উত্তেজনায়  ত্রিলোকস্পর্শী হাততালি সারা শরীরে 

ছড়িয়ে দিচ্ছে প্রাণায়াম, 

আমি ইকোস্প্রিন খাওয়া থেকে থাকছি দূরে 

টেলমা এল এন ফর্টি থেকে থাকছি হাটকে, 

আলোকচৈতন্য হাততালি দাও 

আটপৌরে তোমাকে রাধাভাবদ্যুতি নবচৈতন্য বলে মনে হয়।



*******************************************************************************************



গৌতম রায় 

জন্ম ৬ই সেপ্টেম্বর, ১৯৬৪ পুরুলিয়ায়। বাবা, জলধর রায়। মা ,মলিনা রায়।
পেশা শিক্ষকতা।
নেশাঃ ভালোবেসে কবিতা চর্চা। ভালোবাসেন কবিতার বাঁক। কবিতায় আবহমান ও প্রবহমানকে সম্মান জানিয়ে ধারামুক্তির নিরন্তর প্রয়াসী ।
 গ্রন্থ তালিকা ঃ
নাম              প্রকাশক       প্রকাশকাল
১. চৈতন্যভূমিতে / আশাবরী, পুরুলিয়া   / ২০০৭
২. কালের প্রতিমা / আশাবরী, পুরুলিয়া / ২০০৮
৩.উষ্ণতায় আহত আলো / প্রিয়শিল্প প্রকাশন, কলকাতা / ২০০৯
৪.নয়নতারা অনুশীলন / প্রিয়শিল্প প্রকাশন , কলকাতা / ২০১০
৫. শুভদার মাদল / পত্রলেখা, কলকাতা / ২০১১
৬.চোখের পা / কবিতা ক‍্যাম্পাস, কলকাতা / ২০১৩
৭.জল সিন্থেসাইজার / পাঠক, কলকাতা /১৯১৬
৮. স্থাপত্য স্টেশন / পাঠক, কলকাতা/ ২০১৯
৯. বকখালি মডেল / চিরন্তন প্রকাশনী, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগণা / ২০১৯
১০. ধরে রাখি পারাবত নিশান / কবিতা আশ্রম, উত্তর চব্বিশ পরগণা / ২০২১
১১. ড্রোনদৃষ্টি / পাঠক, ৩৬, কলেজ রো,কলকাতা-৭০০০০৯ /২০২১(প্রকাশের পথে )।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন