গৌতম রায় * দু'টি কবিতা
অপত্য বাৎসল্য জানে
সাইক্লোন এলে আমার স্বস্তি নেই
ঝড় যাতে ভাঙতে না পারে হাত-পা মাথা আঁকড়ে ধরি বাবার
ভূমিকায় শিশুকিশোরগাছ,
বৃষ্টির হুল এসে বিঁধে, ঝড় এসে দুমড়ে মুচড়ে দেয় শরীর
তবুও সন্তানকে বাঁচিয়ে রাখি কর্তব্যের মতো।
অপত্য বাৎসল্য জানে ঝঞ্ঝার চেয়ে তার শক্তি বেশি
আমার ভেতর ঈশ্বর জেগে ওঠে
ধীরে ধীরে দুর্যোগের তীব্রতা কমে এলে মেঘহীন রোদে
দোল খায় শিশু কিশোররা
আমি পিতৃত্বের দাবিতে সাফল্যের সাদা ডানা ওড়াই
ঘাসফুলি পাতাগুলি কুড়োয় ক্লোরোফিলআলো,
বিজ্ঞানের মতো অপত্য স্বপ্ন বাঁচে
পৃথিবীর আত্মীয়তায় স্বপ্ন প্রতিমা হয়।
ঘরে বাইরে পাঞ্চেৎ পাহাড় ওড়ে, সূর্য পোড়ে
বামনী নদী নর্তকী হয়
ময়ূরপাহাড়ে সৌর আলোয় মহামায়া পৃথিবী তিলোত্তমা হয়।
হাততালি
ঈর্ষা নয়,
উত্তেজনায় ত্রিলোকস্পর্শী হাততালি সারা শরীরে
ছড়িয়ে দিচ্ছে প্রাণায়াম,
আমি ইকোস্প্রিন খাওয়া থেকে থাকছি দূরে
টেলমা এল এন ফর্টি থেকে থাকছি হাটকে,
আলোকচৈতন্য হাততালি দাও
আটপৌরে তোমাকে রাধাভাবদ্যুতি নবচৈতন্য বলে মনে হয়।
*******************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন