সোমবার, ২ অক্টোবর, ২০২৩

কল্যাণ ভট্টাচার্য





কল্যাণ ভট্টাচার্য * দু'টি কবিতা

 





চিদানন্দ

'হরি দিন তো গেল'… 


অসংখ্য কিলবিল জরা অসুখ 

রাত্রির দিকে 

এখন কোনো বরাভয় নেই 

সকালের বাকল খসে পড়েছে 

সেই কোন কাল থেকে।


আদিবাসী যুবতীর মাটি লেপা ঘরে 

সৌখিন শিল্পকলা খসে পড়ে বিবর্ণ সময় 

দূরে কোথাও হাল্কা প্রদীপের আলো 

নিভু নিভু

অহো এসো, ছলনাময়ী, আমাকে লুন্ঠন করো

কেড়ে  নাও, যা কিছু আছে বন্ধন

কেড়ে নাও আমার মায়া সভ্যতা 

এসো এসো, অবগুণ্ঠনময়ী,পিরিতি গলায় বাঁধো জীবনের ডোর

তুমি তো পরম সত্য হে প্রেমময়ী

এসো চিদানন্দে গড়াগড়ি দিই ভব পারাপার। 













লাল সূর্য

কী দেবে? আর কীই বা দিতে পারো তুমি? 

অথচ দিকে দিকে পাড়া দখলে রং চড়াও

কথায় কথায় গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী এনে দাও

গান্ধীজীর পাদদেশে অশান্তির বীজ বুনে যাও

আর মুখে বিপ্লবের কথা বলো।


বিপ্লব আর রাজনীতি এক কথা নয়

বিপ্লব মানুষের কথা বলে 

মানুষের স্বপ্নকে রূপ দেয় 

আর তোমরা মানুষ নয়, ফানুসের কথা বলো

তুমি ওদের দেখিয়েছো কেবলই স্বপ্নের ভুলভুলাইয়া 

তোমার দুয়ারে উবু হয়ে বসে আছে যে অসহায় নিরন্ন মানুষ 

কী ভিক্ষা দেবে তাদের? তোমার বহুরূপী রঙের সাথে কিছুটা

করুণার ককটেল? 


ওদের চোখের জল শুকিয়ে গেছে 

ওরা খিদেকে আয়ুধ করেছে

অসহায়তাকে করেছে বজ্রকঠিন বর্ম

ভেঙে পড়ছে তোমার শাসনের পিরামিড 

এবার দিন ফেরানোর পালা 

পিলপিল করে এগিয়ে আসছে অজস্র মানুষের ঢল

ঠিক তার পেছনে সূর্য উঠছে …  লাল সূর্য। 



**************************************************************************************************




কল্যাণ ভট্টাচার্য


বাংলা সাহিত্যাকাশে কল্যাণ ভট্টাচার্য এক বিশিষ্ট নাম। সারা ভারত জুড়ে অণুগল্প নিয়ে আন্দোলন করেন। সাহিত্য লহমা পত্রিকার মাধ্যমে এবং দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে অনুগল্প বিষয়ক অনুষ্ঠান করে সারা ভারতবর্ষে অনুগল্পকে ছড়িয়ে দিয়েছেন। ছোট গল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। প্রকাশিত হয়েছে ছোটগল্প কবিতা ও নাটকের বই। ইতিমধ্যে তার 'মানুষের ছবি' গল্পগ্রন্থের জন্য পেয়েছেন শিলিগুড়ি থেকে এন. আর. ডি. এফ. অ্যাওয়ার্ড। অনুগল্পের শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন কলকাতা থেকে 'কফি হাউস' পুরস্কার ও 'ব্রায়ান অণুগল্প' পুরস্কার। কবিতার শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন 'এবং লোকায়ত পুরস্কার' 'বেলারানী দে স্মৃতি পুরস্কার ২০১৭ ,এছাড়া পেয়েছেন ছোট বড় সম্মান ও সম্বর্ধনা। পেয়েছেনকলকাতা থেকে "আরাত্রিক পুরস্কার,২০২২" ও সমগ্র সাহিত্যকৃতির জন্য "ফিনিক্স পরিবার পুরস্কার, ২০২২"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন