সোমবার, ২ অক্টোবর, ২০২৩

অশোক কুমার দত্ত





অশোক কুমার দত্ত * দু'টি কবিতা







জননী তোমাকে

মেঘে মেঘে ভাষা শহীদের বেলা গড়িয়ে যায় 

মন্দ্রাক্রান্তা বিকেলের দিকে!

আমি এই অনন্ত বিকেল থেকে বিমূর্ত কুয়াশা 

সরিয়ে নিয়ে অন্যমনে দুঃখ লালন করি!

বিষণ্ণতাকে ঘিরে তখন উড়তে থাকে 

ইউক্যালিপটাসের ফুল... তাঁর অফুরান মায়াবী ছায়া!

তবু ভয় হয় - - শহীদের আলো জ্বালালে যদি 

সর্বনাশ ফিরে আসে ধামাকায়! 

মরসুমি স্তাবক বর্ষা যদি ডুবে যায় গ্লিসারিনের অশ্রুজলে?

তোমার আনত কপোল বেয়ে নেমে আসে 

অফুরান কান্না! হে অনশ্বর ভাষা জননী... 

তোমার ভালোবাসার রহস্যময় অন্ধকারে 

কবিতার এই কৃত্রিম অক্ষরবাগানে 

আমি আর কক্ষনো ফিরবো না!

           

ভাষা দিবসের আমার বিনীত শ্রদ্ধাঞ্জলি!












উদাসীন

কোনো কোনো একলা বিকেলে আমি 

আকাশের দিকে একমনে চেয়ে থাকি  ! 

খুব  না পাওয়ার মতো এই চাওয়া -- নক্ষত্রেরা  বহু আলোকবর্ষ 

দুর থেকে আমার এই না পাওয়া শিশিরের হতে পাঠিয়ে দেয়!  

আমার অসহ্য শীত করে  -- 

শীত এলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে  !  

মেঘবালিকা র দল মায়ের মতো কোল পেতে দাড়িয়ে যায়  !  

আমি অভিমানী  একাকী  আকাশকে বলি -- 

আমার রাবণের সিড়ি কই?    

রূপসী চাঁদ জ্যোৎস্না  সড়ক  ছুঁয়ে  বানিয়ে দেয় আলোর সিড়ি 

আমি ধীর পায়  একা একা  তাতে উঠে পড়ি!


*******************************************************************************************



অশোক কুমার দত্ত

কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতির  স্নাতক!
নন্দন গৃহ শোভা কলেজ স্ট্রিট সহ বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত!
দুটি কবিতার বই!
অরণ্যে জন অরণ্যে
অনুপস্থিতি র. মর্মর থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন