প্রবীর বন্দ্যোপাধ্যায় * দু'টি কবিতা
এমন করে
এমন করে নামবে দুপুর
ঘরে ছায়া কাঁপবে এমন
শুদ্ধ শরীর ডাক পাঠাবে
কিশোর ছেলে জানত কি তা?
ভয়ে ভয়ে ডাকগুলো সব
গলি পথে বাক নিয়ে নেয়-
পুড়তে থাকে গোপন পরাগ
অপঘাতের গল্প নামে-
মুদ্রা
আদিম মুদ্রা আঁকো যখন
জলে- স্থলে ঘোর লেগে যায়!
আমি বয়স্ক উইঢিবি
কী করে ছাড়াব আজ
মাটির জড়তা?
শুধু সে জন্মের কথাগুলো
ছিঁড়ে ছিঁড়ে পড়ে
গলনাংক লীন হয়ে যায়--
তুমি ফের তরুতলে ছায়া হয়ে এলে
আমি সেই অন্ধকারে মগ্ন হতে পারি।
তুমি ফের তরুতলে ছায়া হয়ে এলে
আমি সেই অন্ধকারে মগ্ন হতে পারি।
***************************************************************************************************
প্রবীর বন্দ্যোপাধ্যায়




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন