পূজা নস্কর * দু'টি কবিতা
বিরুপতার বিভেদের দৃষ্টি
বিরুপতার অন্তর্দৃষ্টি হয় না ,যা হয় সমান্তরালে পরিলক্ষিত।
বাস্তবতার কাঠ মোড়কে আটকে গেছে রঙিন প্রজাপতি,
গুটি বাঁধা জীবনেও ছিল সুন্দরের খোঁজ,
সুন্দরের কাছে পেলে একরাশ উপহাস।
তোমার তুমিকে চায়না কেউ,
আমিত্বের প্রশ্ন বাণের কাছে আঠা ও জল এক ,
তাই না!
বিভেদ হারায় বিভেদের পর্দা তুলে,
পর্দা তোলার সাহস কারো নেই।
সপ্তর্ষি-১
হাজার ঝড়ের বৃষ্টি গুলো,
একলা ঘরে কাঁদিয়ে গেলো।
আলোর প্রহরী হয়ে কাছে এলে সপ্তর্ষি?
সারারাত গল্প কথা বলতে বলতে ভোরকে
উপন্যাস করে দিলে।
আবির রাঙ্গা পলাশটাকে রাখলে মাথার পাশে।
তার ব্যাপ্তি যেন ছড়িয়ে পড়ছে অসীম সীমানায়,
বৃষ্টি দেখব বলে অপেক্ষারত মন,
গহীন বনের সন্ধানে।
তুমি আমি এক হলে আমরা হয়ে যাই।
*******************************************************************
বাউলিনী সত্তাকে বুকে ধারণ করে, জীবনের দৌড় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার নাম পূজা নস্কর ।২রা আগস্ট ১৯৯৮ জন্ম। শিক্ষার শেষ নেই জেনেও, পুঁথিগত শিক্ষায় স্নাতকোত্তরের পাঠরত। বর্তমানে দেশে ও বিদেশের নানান পত্রিকায় কলম দিয়ে বর্ণ সাজানো রূপ প্রকাশ পাচ্ছে নানা ভাবে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন