শম্পা ঘোষ * দু'টি কবিতা

টাইমলাইন
একটা টাইম লাইন পড়ে আছে অক্ষর বিন্যাসের জন্য,
অবাধ্য জটিল অংক গুলো হিসাবে হের ফেরে যত্রতত্ত্ব নিঃস্বার অস্তিত্ব জানানে ব্যস্ত.
কাঁঠাল গাছে বাবুই পাখির ঘর আর দেখা যায় না-
শিশির গাছে লেগে থাকে না স্নিগ্ধতা,
একটা কলম হাতে আমি প্রতিবাদে সুখি হই,
নুড়ি পাথরের জন্ম
উৎশৃঙ্খলাতার বর্ণ প্রপাত.
আমি চেয়ে দেখি রাতের প্রান্তে স্মৃতি লোলুপ চাঁদ,
হৃদয়ের নির্বাচনে গেছে অনেকদিন আগেই,
বিস্মিত সরণীর শব্দরা আজ বড় অস্থির,
প্রেম বিলোতে গিয়ে কলসির কানায় ঘা খাওয়া অনেকটা অভ্যাসের মতো.
অক্ষর চরিত্রের চিহ্নের আয়ু আমাতে সাবলীল।
একখানা নিশ্চিন্ত ঘুমের আশায়, তাই জেগে থাকে মিথস্ক্রিয়ার আন্দোলন,
বাষ্প সরিয়ে সকলকে যে সামনে আসতেই হয় অতঃপর।
জীবন দর্শন
ভাবনার দোরগোড়ায়
লাভ দড়ি খেলে হিজিবিজি চিন্তা রা,
দীর্ঘশ্বাসের হাওয়ায়
শ্বাসকষ্ট রা মেহনতি হয় ক্ষীয়মান ভগ্নাংশের মতো
লঘু দেহভার শুধু বয়ে নিয়ে যেতে হয়,
জীবন বড় বোঝা-
নির্বাক দর্শকের মত শুধু দেখে যেতে হয়।
*********************************************************************************************
শম্পা ঘোষ
কবি পরিচিতি-১৯৮০ সালে কলকাতায় জন্মগ্রহণ পিতার কর্মসূত্রে ঘুরে বেড়িয়েছেন নানা জায়গা। বর্তমানে বাসস্থান হুগলি জেলার তারকেশ্বর। কর্মসূত্রে সরকারি চাকুরীজীবী সরকারি হসপিটালে কাউন্সিলর হিসাবে কর্মরতা। শিক্ষাগত যোগ্যতা তিনটি বিষয়ে মাস্টার ডিগ্রী করেছেন যথাক্রমে সোসিওলজি সাইকোলজি ও বাংলা সাহিত্য। এছাড়াও রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কিছু সার্টিফিকেট ও ডিপ্লোমা ডিগ্রী। ২০২২ সালে ভারত সরকার রেজিস্ট্রিকৃত ম্যাজিক বুক অফ ইন্ডিয়া থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করেছেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ব্ল্যাক হোল। লেখা অভ্যাস অনেক ছোটবেলা থেকে তবে তা প্রকাশিত খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। তার কাছে কবিতা জীবনী শক্তির উৎস তবে কবিতা ব্যতীত সামাজিক কর্ম তার জীবনের আরেকটি অঙ্গ। তিনি সামাজিক কর্মের জন্য বিভিন্ন জাতীয় ও দেশীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ইতিমধ্যে। কেমন ডক্টর এপিজে কালাম অ্যাওয়ার্ড ফর মোস্ট প্রমিসিং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড ফর কন্টিনিউয়াস ডইং ওয়েল সোশ্যাল ওয়ার্ক
সামাজিক কাজের মধ্য দিয়ে সমাজের অন্তত কিছু অংশের পরিবর্তনের স্বপ্ন দেখেন তিনি সম্পূর্ণ নিজস্ব ভাবে কারো সাহায্য ছাড়াই তিনি একটি সংস্থা তৈরি করেছেন নাম পরশ।
কবিতা তার নিজের কাছে নিজেকে প্রকাশ করার মাধ্যম।
আর সামাজিক কর্ম তার কাছে এক অন্য অধ্যাবসায় এই দুই মিলেই তার পথ চলা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন