সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মলয় চৌধুরী

 




মলয় চৌধুরী * দু'টি কবিতা








অসংজ্ঞাত

ঘড়ি নেই, দিনাঙ্ক প্রয়োজনহীন

দিক  হারিয়েছে আবছায়া গলিঘুঁজি ।

যোগ বিয়োগের  পুঁজি  খোয়া গেছে 

ঘর আর পথের দোটানায়।

বোঝার বাইরে রয়ে গেল যা কিছু অসংজ্ঞাত 

তার সমীকরণ তোমার পৃথিবী জানে না।

পাগলা তুমি সময় মেপ  না  

পরিবর্তন মাপ।।












পরিণতি

কে কার জীবন থেকে খসে পড়ে, 

ঝরে পড়ে

নিজের আকাশে কে উড়িয়েছে পাখি

কার উদাসী চলন শোনে না ডাকাডাকি ।

ওঠা আর বসা তার নিজস্ব জ্যামিতি ।

চিনেছো কখনো হৃদয়ের স্বর ?

সমস্ত পাগলামীর আদ্যপ্রান্ত 

একই পরিণতি ।।


****************************************************************************************************



মলয় চৌধুরী

সোনারপুর, দক্ষিণ কলকাতায় জন্ম। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, জলপাইগুড়ি শহরের বাসিন্দা।স্কুল জীবন থেকেই লেখার অভ্যাস। আঞ্চলিক পত্রিকাগুলিতে তখন কবিতা প্রকাশিত হত। মাঝে দীর্ঘ একটি সময় লেখালেখিতে ডায়েরি পূর্ণ হলেও আত্মপ্রকাশ ছিল না। ইদানিং আবার নতুন করে লেখা প্রকাশ করার আগ্রহ এবং অবেক্ষণ, অর্বাচীন, উত্তরপক্ষ ,অণ্বেষা, স্বরবর্ণ প্রভৃতি ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়ে চলেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন