দাম্পত্য * সজ্জ্বল দত্ত
সূচনালগ্ন
হঠাৎ সুনামি ঢেউ চৈত্রবিকেলে দে'য়ানে'য়া
বৃষ্টি জমে কি সাদা জলের পাহাড়চূড়ো আমাদের ?
মেঘের ইচ্ছে সে পাহাড়কে সাক্ষী রাখা
তাই ভাঙাঘর লালফুল মধুচন্দ্রিমা সংকেত ...
মধ্যপথ
একটুখানি আসে
বাদবাকিটা বানাও
তাই নিয়ে এই কঠোর দাবী , গোটাজীবন মানাও ?
অন্ত্যমিল
কবে যে নিথর যজ্ঞে আহুতি পুড়ে গলে ফুটন্ত ছাই !
নিরাকার কোথাও আমরা দু'মুঠো ধুলোবালি
হাওয়ায় সারাদিন পাশাপাশি উড়ে উড়ে --
একই আঙুল ছুঁয়ে আবার নিয়মে ফের জন্মপ্রার্থনায়...
************************************************************************************************
জন্ম : ৬ই নভেম্বর , ১৯৬৮ । কবিতা লেখালেখির সূচনা গত শতাব্দীর ন'য়ের দশকে । কবিতাযাপনের সূচনা থেকে বিস্তারের বড় একটি অংশ কেটেছে নদীয়া জেলার রানাঘাটে । পেশায় ভারতীয় জীবনবীমা নিগমের কর্মচারী কবি সজ্জ্বল দত্ত এই মুহূর্তে ব্যারাকপুর শহরের বাসিন্দা । .... এ যাবৎ প্রকাশিত কবিতার সংকলন : ১ ) স্বাগত শ্রাবণ - জোনাকি ( ১৯৯৭ ) : প্রকাশক - দাহপত্র , ২ ) পোস্টমর্টেম ( ২০০০ ) : প্রকাশক - এই সহস্রধারা , ৩ ) দাগ ( ২০২০ ) : প্রকাশক - ব্যারাকপুর স্টেশন । সম্প্রতি প্রকাশিত----



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন