মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

তীর্থঙ্কর সুমিত





তীর্থঙ্কর সুমিত *  দু'টি কবিতা







মিসিসিপি নদীর কথা

কিছু কথা

নিজের অজান্তেই বেড়ে ওঠে

মনোময় পৃথিবীর দিকে চেয়ে থাকে যে সময়

তার সঙ্গে আজ ব্যবধানের ভালোবাসা

নিজের দিকে তাকিয়ে দেখি

কত অজানা স্রোত

মিশে গেছে বৈপরীত্ব উত্তাপে

আর তারারা তখন  

ছায়ার গল্প শোনায়

মিসিসিপি নদীর তীরে।




ভৌগোলিক দূরত্ব

নৈঃশব্দের সেলুরারে বন্দী হিসেবের তর্জমা

রৈখিক ব্যবধানে আর্তনাদের অনুভূতি

একান্ত ফেলে আসা স্মৃতির দিকে...

ক্রমশঃ বিবর্তন হতে হতে

মিশে যাওয়া যত গ্লানি একদিন

মুছে যাবে আদিগন্তের পথে

হিসেবের বর্ণমালা বহু পথ ধরে

ক্লান্তমুখর জনস্রোত হারিয়ে যাবে

ভৌগোলিক দূরত্বে।  



*********************************************************************************************



তীর্থঙ্কর সুমিত

১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত  পত্রিকার নাম "আহোরী"  নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব,  কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য  ভাস্কর, স্বাধীন কলম সেনানী  ইত্যাদি উপাধিতে ভূষিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন