সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মোহাম্মদ হোসাইন


 



মোহাম্মদ হোসাইন * দু'টি কবিতা









চাঁদ আসলে 

বেশ জমকালো আয়োজন চার্দ্দিকে 

বেশ হার্দিক এবং চমকিত 

আমাদের অভাবগুলোও খুশি এবং বিষণ্ণতাগুলোও...

চাঁদের খুব নামডাক হচ্ছে 

অথচ, চাঁদ কিছু বলছে না 

ও চাঁদ তুমি কি অভিমান করেছ? 

দ্যাখো...দ্যাখো...আমরা কত পুলকিত আর কত সুরভিত 

আমাদের নাওয়া খাওয়া ঘুম সব ভুলে গেছি এবং থাকাথাকিও

তুমি ভাই আমাদের অনেক প্রীত করেছ। 


আমরা যাকে দেখি প্রতিদিন এবং

যাকে নিয়ে এতকাল গল্প কিংবা কবিতা লিখেছি ; 

এবং যার খোঁপায় গেঁথে দিয়েছি অজস্র রঙিন 

গোলাপ অজস্র জুঁই দিন কিংবা রাত -- 


তার সাথে মিলছে না কিছু... 

তার রোশনি, তার উজ্জ্বল আভা পাচ্ছি না 

তাকে বড্ড এবড়োখেবড়ো দেখাচ্ছে... বড্ড বেমানান...হায়! 


চাঁদে মানুষের পা দেখা যায় 

অথচ চাঁদকে দেখা যায় না 

চাঁদের সৌরভ, কান্তি আমরা বুকে ধরে রাখি

আর জোছনা পান করে করে মহুয়া বনে মুখ লুকাই...


চাঁদ আসলে একটা চকচকে পাথরের ঢিবি

সূর্যের আলোতে যে অবিরল চমকায়...













যদি ভেঙে যেতে থাকে

যদি ভেঙে যেতে থাকে অযোনি দেয়াল

যদি মেঘ করে আসে চারদিক আর 

অন্ধকার বুনোহাঁস

যদি প্রেম আসে কুয়াশা মোড়ানো শীতকাল 

আর নীল পালক রৌদ্রগন্ধময়

আর যদি আলাভোলা এঁকে দেয় পানপাতা ছবি 

দেহভাজে, কল্লোলে কল্লোলে

আর যদি গানগুলো গাঢ়দুধের সরের আভাস, 

পাখিরা বীরজারা, সন্ধের আকাশ

আমি নিরিবিলি কথা বুনে যাই, 

সেলাই করা হাওয়া

কতবার যে বুকে এসে পড়ে, 

কতবার যে সঘন চুমুর নির্যাস…!



*********************************************************************************************



মোহাম্মদ হোসাইন

জন্ম : ১৯৬৫ সালের ১ অক্টোবর, সুনামগঞ্জ, বাংলাদেশ । লেখালেখি শুরু ছোটবেলাতেই। জাতীয় ও আন্তর্জাতিক নানা মাধ্যমে লিখে যাচ্ছেন তিনি।  'দেশ' পত্রিকায়ও তাঁর লেখা প্রকাশিত হয়েছে  বিয়াল্লিশ বছর ধরে চলছে তাঁর নিরন্তর যাত্রা। কবিতাই তাঁর ধ্যান, নিমগ্ন আরাধনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা হিসেবে নিয়েছেন শিক্ষকতাকে। বর্তমানে তিনি সিলেট শহরে বসবাস করছেন।
প্রকাশিত কাব্যগ্রন্থ

ভালোবাসা নির্বাসনে গেছে (১৯৯৫) * মেঘগুলো পাখিগুলো (২০০১)

অরণ্যে যাবো অস্তিত্বে পাপ (২০০৩) * পালকে প্রসন্ন প্রগতির চাকা (২০০৪)

ভেতরে উদগম ভেতরে বৃষ্টিপাত (২০০৬) * মেঘের মগ্নতায় রেশমি অন্ধকার (২০০৯)

বৃষ্টির গান মায়াবাস্তবতা (২০১২) * রূপপ্রকৃতির বিনম্র চিঠি (২০১৩)

নৈঃশব্দ্যের এস্রাজ (২০১৪) * অন্তিম জাদুর ঘূর্ণন (২০১৫)

বিভাজিত মানুষের মুখ (২০১৫) * অনূদিত রোদের রেহেল (২০১৫)

ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে (২০১৭) * তুমুল বেজে ওঠে অন্ধকার (২০১৯)

হায়ারোগ্লিফিক্স (২০২০) * ছবি ও চেনাগন্ধের মেটাফর (২০২১)

ঈশ্বরের ছায়াচিত্র ( ২০২১) * রক্তাক্ত পেরেকের গান (২০২৩)

                                                           জলের গ্রাফিতি (২০২৩).


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন