মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বাবলু সরকার





বাবলু সরকার * দু'টি কবিতা








একা

আমার ভালোবাসার ঘুম 

কেউ কেড়ে নিয়ে গেছে 


তবে যাও 

তুমিও সেই বাগানেই যাও

আইবুড়ো মেয়েরা যেমন 

সিঁদুর মেখে চলে যায় 


তোমার চারপাশে ঘিরে 

এখন বড়ো হচ্ছে গোলাপের বাগান 

আর মোমের মতো আগুন শুভেচ্ছা 

তুমি প্রার্থনা করেছিলে একদিন 


গভীর অরণ্যে হাঁটতে হাঁটতে 

কতবার তুমি আগুন চেয়ে নিয়েছো 

নিভু নিভু আরতি শিখায় তপ্ত 

বুকে ও শিয়রে হাত রেখে তখন 


দুচোখে ডাগর জ্যোৎস্না জ্বেলে দিয়ে 

আবার গুছিয়ে তুলে রাখবো ঘুম একা এলে













উন্মাদ 

নীল আকাশে 

উড়ছে একটা গাছ


মুখ দেখিনা 

দেখি তার মৃত্যু মুখের ছায়া 


ছায়া ফেলে ফেলে হেঁটে যায়

মধ্যরাতের চাঁদের পাশ দিয়ে 


ডালপালার ভিতর 

ঝুড়ি ভর্তি ভর্তি ছাই


আয়ুরা পুড়ছে নিঃশব্দে 

হাড়পাঁজরা নিয়ে পালাচ্ছে মধ্যযাম


ঈশ্বর ঈশ্বরের উপলব্ধে

যন্ত্রণা জড়িয়ে দিব্যি আকাশে 


যেন নটনাচ নেচে নেমে আসে 

আমার শিথানে ঈশান নৈঋত কোণে 


******************************************************************************************



বাবলু সরকার 

 বাবলু সরকার বাদকুল্লা সুরভিস্থান নদীয়া থেকে লিখছেন। পেশায়  প্রাইভেট টিউটর ও এল আই সি কর্মী।  নয়ের দশক থেকে লেখা শুরু হলেও দুই হাজার থেকে পাকাপাকি ভাবে লেখা শুরু। সম্পাদিত পত্রিকা "সম্ভব "। মূলত লিটল ম্যাগাজিনের প্রতিই আগ্রহ। কাব্যগ্রন্থ নেই। লেখা পাঠানোয় ভীষণ অনীহা। এই অনীহার কারণেই হয়তো কাব্যগ্রন্থ হয়নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন