সৃশর্মিষ্ঠা * দু'টি কবিতা
বৈপরীত্য
তারপর ভাদ্র শেষে
ভদ্র একটি মৃতগাছ বেড়ে ওঠে
অসুরের মতো
সমুখে কুমারী মাঠের অস্তিত্বে
শ্যামল জীবনবীমা
চুপিচুপি লিখে রেখেছে
আরোগ্যের চাষ
এসো বামা
তোমাকে ডাইনে বসিয়ে
রিভার্স এন্ট্রি শিখে নিই
কোমল স্তনেরা আজ
নীলগিরির নরম বেড়ালের দখলে...
জলের বিপক্ষে
অতলের বিতর্কিত মেধায়, মেঘ
বৃষ্টি
গণতান্ত্রিক অধিকারে লক্ষ বিহ্বল বেপরোয়া স্রোতের ধারে
হাড়ের কাঠামোয় ছেঁড়া ছেঁড়া শাদাগল্প
এসো
জল ভুলি
ডাঙা যাই
বোরো চাল
এক পা এক পা
বেঁচে থাক আলো
বেঁচে থাক বনলতা ও সন্তান
**************************************************"**********"************************************
সৃশর্মিষ্ঠা
জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন