মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

অরূপ সরকার





অরূপ সরকার * দুটি কবিতা











নক্ষত্র কঙ্কাল 

পূর্বের বাতাসে অশনি সংকেত শোনা যায়।
নিজের জমিতে লক্ষ্য করি ভিনদেশির পদচিহ্ন,
দূর থেকে ভেসে আসা আদ্র জলজ হাওয়া বলে যায় সময় থামবে না,

আকাশে নক্ষত্র ফুটেছে; কাপুরুষ দাঁড়িয়ে আছে একা।
তার শরীরের হাড় খুলে পড়ছে আমরা দেখেও কেমন দেখছি না,
আকাশে উঠেছে অর্ধেক চাঁদ,বাকিটা লজ্জায় ঢাকা।
আমরা চলেছি অজানা ছায়া পথ ধরে সকলেই কেবল সর্বহারা ,
পথে  কখোনো তো বাঁক আসবে জানি,
মুছে যাবে আমাদের প্রস্তর যুগের গ্লানি ।
এমন পৃথিবীর আমরা সবাই অংশীদারি,
রেখে যেতে পারি পৃথিবীর  অনেক খানি।

মহাকালের চক্রে পিশে যাবে  অন্ধকার,
দেরিতে হলেও দেখা যাবে আলো,
কন্ঠ ভরে চিতকার করে বলি আমরা কেবল আমাদের মতন করেই ভালো।
















একা

আগুন কে একবার জিজ্ঞেস করলাম পুড়িয়ে কি শান্তি পাও?
উত্তর ছিল পোড়াই না শুদ্ধ করি,
ঠিক যেমন নিষ্কলুষ হয় নারী গর্ভ

আঙুল কে প্রশ্ন করেছিলাম  একসাথে থেকেও একা কেন?
উত্তর ছিল স্বনির্ভর হতে হয়।
আমি নিজকেও ছুঁতে পারিনা,

ছায়ার কাছে জেনেছি সংকট কাকে বলে
আলোগর্ভের  বিষাদে যার জন্ম অন্ধকার, 
আসলে  সবার চ্যুতি ধর্ম থাকে
সবাই আসলে একা।


****************************************************************














         অরূপ সরকার 

জন্ম--- ২৩ শে জুন ১৯৯৫  ইংরেজি সাহিত্যে গবেষনারত। বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত। খ বলতে  বই পড়া



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন