মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

দীপক বসু

 



দীপক বসু * দু'টি কবিতা 








আমার দেশ

আমার দেশে আকাশ মেখে

          সবুজ বনের গাঁয়ে।

মেঠো পথে ধুলোর খেলা

          বাঁশ বাগানের ছায়ে।

একটা নদীর অনেক কথা

          মাঝির কানে কানে।

 পাখিরা সব বেড়ায় উড়ে

          গল্প অনেক জানে।

বাউল বাজায় ঘুরে ঘুরে

          একতারাতে গেয়ে।

  মাঠের সোনা রোদের কণা

          ওরাও থাকে চেয়ে।

  বিকেল খেলা হরেক মেলা

          মেঘের দেশে দেশে।

  তারি যেন আভাস মাখে

           জগত হেসে হেসে।

  একটু চোখের দুষ্টু চাওয়া

           দোয়েল পাখির চোখ।

  কেমন যেন মায়ার ছোঁয়া

            ঘুঁচায় মনের শোক।

         

  


            




তোমার হাসিতে

রোদের সীমানায় দাঁড়িয়ে তুমি রাতকে ভালোবাসো

কথা দাও মন ঠেলে যাকে তাকে!

মেঘ জানে তোমার বৃষ্টি নদীকে কাঁদায়

সবুজ মেখে যায় হৃদয়ের ঘাসে

মনে পড়ে! তোমার হাসিতে ঝরে ছিল ফুল

বিকেল গেয়েছিল গান

ডানা মেলে উড়ে ছিল পাখি!

ওরা আজ কষ্ঠের বোঝা তুলেছে কাঁধে!

চাঁদ আলো ঢেকে ঢেকে তুমি তারার সাথে বল কথা

ঘুমিয়ে পড়ে সকালের দু:খ বেলা

দুপুর নিরব কাঁদে

কি এসে যায় তোমার বলো!

সুন্দর কখনও কাউকে ভালোবাসে না

তাকেই সবাই মনে রাখে!

             

*****************************************************************************

                       


 দীপক বসু


ছড়াকার দীপক বসু’র জন্ম ২৭ জুলাই,১৯৬৪ তার মাতুলালয় বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানা বামুন্দিয়া গ্রামে। পৈতৃক নিবাস যশোর জেলার কেশবপুর থানার পাঁজিয়া গ্রামে। পিতা নারায়ন বসু ও মাতা সন্ধ্যা রানী বসুর তিন সন্তানের প্রথম তিনি।ছোট বেলা থেকেই লেখালেখির হাতে খড়ি বিভিন্ন আঞ্চলিক সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে ছোটদের জন্য লিখিত গাধার মাথায় শিং তার প্রথম প্রকাশিত গ্রন্থ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন