সোমবার, ২ অক্টোবর, ২০২৩

গুচ্ছ কবিতা * শিবালোক দাস





কবিতাগুচ্ছ * শিবালোক দাস 









নাও 

রেশমী সুতোয় লেগে থাকে খানিকটা রক্ত, 

পরিত্যাগ তখনও যে বাষ্পের 

মতো আকর্ষণ করে আমায় !


নাও, তুলে নাও ফেটে যাওয়া চামড়া, 

নাও, খুঁড়ে নাও পাথরের তল থেকে জল,

সাজানো নেই মোমবাতির নীচে আমার 

লুকোনো তীর, তবু নাও শেষ কোলাহল !


একদিন এই মৃত স্বরে চেয়েছিলাম 

ঠোঁটে চেপে যাওয়া অমসৃণ দান,

তুমি কি তাকে বলবে বারুদ ?

ধ্বংসের মুখে থামাতে পারো শীত, 

বরাদ্দ আমার হাতের মুঠোয় প্রাণ।


নাও, তুলে নাও জ্বলন্ত নক্ষত্র,

নাও, তুলে নাও বালির ভেতর স্পর্শ। 



মিথ্যে 

জল এমন শান্ত যেন ছুঁলেই মারা যাবে,

তাই, আমি সরে যাই ধীরে ধীরে।

কতটা নিষ্পাপ শুধু মিথ্যের আশ্রয়ে ?


দুপুর পেরিয়ে গড়িয়ে গেল একটি চাকা,

তোমার চোখ বেঁধে দিলে 

তুমি আমাকে একবারও ক্ষমা করবে ?


একটি নেশাগ্রস্ত চুম্বন, শুধু মিথ্যের আশ্রয়ে। 


কতটা মাটি ছড়ানো থাকে বারোমাস !

ঈর্ষার বদলে বর্ষা হতে চেয়ে আঙুল 

বিঁধে গেল সুতোয়, সে ব্যথার কোনো

তীব্রতা নেই, বরং রঙিন হওয়াই শ্রেয়।


একবারও মিথ্যে বলিনি, শুধু মিথ্যের আশ্রয়ে।

অথচ জল আজ এত শান্ত কেন ?

সে কি নামিয়ে এনেছে বহুদিনের শিহরণ ?












অরন্ধন 

যুদ্ধবিরতির পর মস্তিষ্কের ধার অনেকটা 

কমে গেলে দশমিক ম্লান হয়ে যায়।

ছড়িয়ে থাকা আলো, উড়ে যাওয়া মাছি,

জড়িয়েছ কোনোদিন স্বপ্নেও ?


এক একদিন ভাবতাম, যে খসড়া গতকাল 

উধাও হয়ে গেল, তাতে কি লুকিয়েছিল 

দুমড়ে মুচড়ে যাওয়া বিস্ফোরণ ?


বৃষ্টি নামার পর অনেকক্ষণ আজ হাঁড়ি 

চাপেনি। কে জানে গর্তে কোনো ছাই পড়ে

আছে কিনা ! তা হোক, অমসৃণ বালি কিছু 

কথা রাখে, হাতে যে পরিমাণ জল ওঠে 

তাতে ধরে রাখার দরকার পড়ে শেষ দৃষ্টি।

পঞ্চভূতে বিলীন হলে সেটা না হয় লবণে 

পুড়িয়ে দিও ! মরীচিকার কাছে ভ্রুপল্লব 

তখনও চুপ থাকবে অদৃশ্য চিহ্নের মতো।



পশম 

ডুবতে ডুবতে আবার ভেসে উঠি,

এই সময়ে কোনো কথা থাকে না।

সুড়ঙ্গ ফেটে পড়ে কোনো অজানা

গোলাপি স্পর্শে, হওয়ারই ছিল। 


সোনালি মৌমাছি সেদিন হঠাৎ

অগ্ন্যুৎপাতে মারা পড়ল, কার

জন্য পশম খুঁজতে গিয়ে ?


এক মিনিটের নীরবতায় সব 

রঙ কি ধরা পড়ে আদৌ ?

এরকম একদিন রাস্তার বাঁকে 

ঠিক কেউ এসে দাঁড়াবে। 


পশম খোঁজো। চোখ বোজো।

ওম না হয় বেরিয়ে যাবে,

আগুন কি বেরিয়ে যাবে কখনও ?


***************************************************************************************************



শিবালোক দাস

তরুণ কবি শিবালোক দাস-এর শৈশব কেটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে। বর্তমানে কলকাতার আই.পি.জি.এম.ই.আর. এবং এস.এস.কে.এম. হাসপাতালে এম.বি.বি.এস এর তৃতীয় বর্ষের ছাত্র। ক্লাস এইট থেকে কবিতা চর্চা শুরু। সাহিত্যকে ভালোবাসেন এবং আলাদা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেন। এখনও পর্যন্ত কোনও প্রকাশিত গ্রন্থ নেই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন