সোমবার, ২ অক্টোবর, ২০২৩

নমিতা বসু


 


নমিতা বসু * দু'টি কবিতা







শূন্য দশমিক

মাসিক বরাদ্দে রুটি ও জল ---জ্যান্ত কবিরাজ,

সৌখিন রুগির মাদুলির নিস্তেজ আওয়াজ---পূর্ণতা ,

স্বরলিপি ধরে হাঁটলে স্বরবর্ণে থাকা যায় না----অপেক্ষিকতা,

ক্ষয়ে দুটো পাড়,যেখানে ঢেউতে একটা ,দুটো তীর 

কখনো নয়---আবাহমানতা,

যা মরুভূমি তাই জল,

পরিপূরকে প্রাপ্তি ,মৌলিকতায় অবিভাজ্য তাই 

বিভ্রান্তি---পর্যবক্ষেন,

গেঁথে নিলেই মালা-ঘর ----অনুভূতি,

গাছে থাকলেই ফুল--পৃথিবী --উপলব্ধি ।


 


              






অক্ষরের চেনা রূপ 

 নারী----"চা"

পুরুষ---সময় টা জানি ,বলার প্রয়োজন ছিল না ।

নারী---গতকাল বিছানা চাদরের ও গদির কিছুটা 

পুড়ে গ্যেছে তাই,

পুরুষ---বলোনি তো!

নারী---বলার প্রয়োজন ছিল না ।

পুরুষ--বাজারের লিস্ট টা!

নারী--এটা তৃতীয় কাপ।

পুরুষ---ওহো ,দ্বিতীয়ার্ধের তৃতীয় গোল!

আমি জানতাম ,আমাদের বাজেট ভর্তুকিহীন ভারসাম্যে।

নারী--হিরোশিমা ধ্বংসাবশেষে দু'এক পশলা 

বৃষ্টির একটা সম্ভাবনা আছে,আবহাওয়া দপ্তর 

জানিয়েছে ।

নারী--কিছু শুনলে?

পুরুষ--হুঁ, দশ বাই সাত ফুটপাত গাছ।


*************************************************************************************************




নমিতা বসু

খাদাল গোবরা, ওল্ড দীঘা, পুর্ব মেদিনীপুর থেকে লিখছেন । এ পর্যন্ত তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে :

শ্রীচরণেষূ পুণ্ডরীকাক্ষ,  যে জন্য ডেকেছি তোমায়, মৌনতার স্বরলিপি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন