অ-নিরুদ্ধ সুব্রত * দু'টি কবিতা
সুন্দর করে বলো
এমন করে বলবে, যাতে বলবার সুযোগই
পাবো না আমি, পুরো হা হয়ে থেকে
কেবল শুনতে শুনতে শুধুই শুনতে শুনতে
নিজের বিম্ব বারবার--- আয়নায় দেখব, আর
বিস্মিত হব, অস্থির হব, নিজেই লিরিক লিখে
তাতে সুর দেব, তারপর চিৎকার করে গান গাব
ফাঁকে, নিজের হাতে নিজের বুক ছোঁবো।
এমন করে লিখবে, পড়তে পড়তে ঠোঁট কাঁপবে
আমার, থর থর থর, ওষ্ঠ অধর মর্মর
ঘনিভূত মেঘের হঠাৎ তারতম্য সুখে, বুকে
ঝরঝর, বিগলিত হয়ে, টপটপ কাঁদব
এমন করে বলবে, লিখবে--- আমি বন্ধ ঘরের
অন্ধকারে আনন্দ-চাঁদকে আপ্লুত হয়ে চুমু খাব।
কিন্তু এমন করে বলবে না, লিখবে না, যাতে
তুমি যে আমাকে ভালবাসো না, তা জেনে যাব।
অক্লান্ত
আমি কি তাহলে কয়লার খাদে
একটাও ক্লান্তির গল্প বলা হলো না
সারারাত কৃত্রিম আলোয় খুঁড়ছি
অন্ধকারের রূঢ় চাঙড়, গভীর গুহায়
বেঁচে থাকার এই সব পুরনো খননে
কোথাও ছিল না কি ক্লান্তির উপকাহিনি
দহন-প্রসঙ্গ নস্যাৎ করে, দাহ্য উত্তোলনে
নষ্ট হাজার রাতে, কেন যে আর, কী কারণে
ট্রলি ভরে ভরে অনন্ত ঘর্ঘরে, জীবাশ্ম শরীর
বহুকালের নিস্প্রাণে, এই ঘন ঘন আঘাতে...
******************************************************************************************************
জন্ম ১৯৭৪, বনগাঁয়। ছাত্রবয়স থেকে লেখালিখি শুরু। মূলত কবিতা। এছাড়া ফিচার ও ছোটো গল্প। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ- ছয়টি। প্রথম কাব্যগ্রন্থ- 'রোদ ও বোধের দ্বীপে'(২০০৩) এরপর 'আগুনের দিন গুলো নেই', 'নিভৃত আগুনের পদাবলী', 'এক গলিত যুদ্ধ স্রোত', 'কালো ছত্রাক', 'যাপন বিক্রির টেবিল'(২০২১)। সম্পাদিত পত্রিকা- 'উত্তর পক্ষ' । পেশা শিক্ষকতা, নেশা কবিতা।সম্প্রতি প্রকাশিত অ-নিরুদ্ধ সুব্রত-র কবিতার বই---






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন