সোমবার, ২ অক্টোবর, ২০২৩

হামিদুল ইসলাম





হামিদুল ইসলাম * দু'টি কবিতা 






প্রবাহ

তবু কথার ভেতর আঁকি কথার মারপ্যাঁচ

স্বরবর্ণের জালে আটকে যায় গলিত শব

অথৈ রোদ

প্রতিদিন জীবন নদীর প্রবাহ মাপি  ।।


দুহাতের মুঠোয় রাখি আকাশ

অবিরাম আস্থায় খোলে ঝিনুকের খোলা

শিশিরে জীবন কুড়োই

কুড়োই দুরন্ত বলয়  ।।


আয় বিভাবরী

কথার যমুনায় দুজনে ডুবি

শৈশব তুলে আনি স্মৃতির আল্পনায়  ।।









সংকেত

তখনো আগলে রাখি পাপের বোঝা

রাস্তায় খুন জখম রাহাজানি

দুচোখে নদী

ঘাটে মাঝি নেই


ইচ্ছেরা বন্দি খাঁচায়

খাঁচা ভাঙে সন্ত্রাস

ভয়ের আগুনে পোড়ে দুখ। পোড়ে ঈশ্বর


পথে পথে মৃত্যু

স্বপ্নগুলো ডুবে ডুবে হয়ে ওঠে কাদা

কাদা খুঁজি

স্বপ্ন খুঁজি

ডুবন্ত স্বপ্নের মাঝে ঘুমিয়ে থাকে বাঁচার সংকেত



*****************************************************************************************************



হামিদুল ইসলাম


জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব‍্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস। 
তিনটি ই কাব‍্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন‍্যাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন