পিঙ্কি ঘোষ * দু'টি কবিতা
শিলাবৃষ্টি
বুক জুড়ে বিস্তীর্ণ কুরুক্ষেত্র প্রান্তর,
বহুরূপী আমি'র সাথে একাকী আমি'র
রক্তক্ষয়ী ভয়াবহ মহাযুদ্ধ।
কত রক্তাক্ত আমি'র মৃতদেহ,
কত ক্ষত বিক্ষত আহত আমি'র ভিড়।
কোনো শর্ত নেই, কোনো সন্ধি নেই,
শুধুই আঘাতের গোলাবর্ষন,
সমাজ-সংসারের চেনা মুখেরা উপহাস করে,
ওদের অভিধানে ব্যর্থতা নামে কোনো শব্দ নেই।
কত রাতের উল্কাপাতের সাক্ষী থাকে মন,
কত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দৃশ্য দেখে চোখ,
চোখ জুড়ে অবিরত শিলাবৃষ্টি...
তবুও, কবিতারা সেজে ওঠে শৈল্পিক শব্দমালায়।
জাতিস্মর
ইউক্যালিপটাসের ছায়া আজও সেদিনের মতো রোমান্টিক
স্বপ্ন ফেরীর দেশে যাওয়ার ইচ্ছেটাই কেবল কফিনবন্দী
মোনালিসার হাসিতে আজ ব্যবধানের একক কথা বলে
শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আবির হয়েছে বিবর্ণ
ছাতিম বনের ঝরা পাতারা মাটির বুকে ব্যর্থতা উজার করে
হৃদয়ের জ্বালানিতে হৃদয় পুড়ছে সময়ের নাট মন্দিরে শুয়ে
তবুও সাদা পাতা দেখলেই কলম ওর প্রেমে পরে বার বার
অক্ষরে অক্ষরে সাড়া শরীর ভালোবাসায় ভরিয়ে দেয়
মমির মুখেও হাসি ফোটে কবিতার সাইক্লোনের ছোঁয়ায়
ইচ্ছে করে রামধনুর থেকে একটা রঙ ধার করি গোধূলিতে...
ভাবের ঘরে ভাবনার সমাধি সাজাই সন্ধ্যার প্রদীপ জ্বেলে
আকাশের বুকে তারা আর স্যাটেলাইটের অবৈধ সহবাস
ছাব্বিশে জানুয়ারির প্যারেড গ্রাউন্ড আজ অ্যালবামে বন্দি
রাজপথের চওড়া ফুটপাতে স্বপ্ন গুলো জাতিস্মর হয়ে ঘোরে।
********************************************************************************************
১৯৯৪ সালের ২৫ শে মার্চ কলকাতায় জন্মগ্রহন করেন। ২০১৫ সালে কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে দর্শনে এম.এ. পাশ করার সাথে সাথেই নিয়মিত কবিতা ও প্রবন্ধ লেখা অব্যাহত থাকে, প্রথম কাব্যগ্রন্থ "একমুঠো প্রেম", দ্বিতীয় কাব্যগ্রন্থ কবি তীর্থঙ্কর সুমিতের সাথে " চিহ্ন স্মৃতির অন্য পৃথিবী"। 2022 সালে তাঁর উদ্যোগে"বিশ্ব বঙলা সাহিত্য পরিষদ" স্থাপিত হয়, দেশের বাইরেও যথা - বাঙলা দেশ, প্যারিস, নিউজার্সি, সৌদি আরব এবং উত্তর আমেরিকার নিউইর্য়ক এর দেশ পত্রিকাতেও নিয়মিত লিখে চলেছেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন