সোমবার, ২ অক্টোবর, ২০২৩

কবিতা * সব্যসাচী মজুমদার



 


সব্যসাচী মজুমদার * দু'টি কবিতা 







সন্ধেবেলাগুলোর

সন্ধেবেলাগুলোর একটা নেশা আছে

শিলালিপি পাঠ করার মতো নেশা…

দিনের বেলায় তার কাছে যাওয়া অসম্ভব।

বড় বড় দূর্বা ছিঁড়ে রাখতে হয়,

তারপর রোদ্দুরের বিস্তীর্ণ আক্রমণ থেকে

সরিয়ে নিয়ে যেতে হয় কয়েকটা নতুন পটচিত্র…


এইসব আনাগোনার কথা কুকুর বোঝে না,দেখে 

নুন জলে ডুবে গেল দলিত প্রাণিরা


আমিও সজোরে যাই লিপির দিকেই

তারপর সারাজন্ম সারারাত...


ফিরে যাই জাদুবিদ্যা সংগ্রহের কাজে…












আমি প্রধানত ইতিহাসটুকু নিচ্ছি

আমি প্রধানত ইতিহাসটুকু নিচ্ছি

বাকি সব মিথ তোমার জন্য রইল

নীচের দিকেই সব রয়ে গেল জান তো!

উর্ধ্ব গগনে তুমি একা ফাঁদ পাতলে


ফাঁদে ওঠে ফুল,ফাঁদে ওঠে রুই কাতলা

ফাঁদ থেকে তুলে সব নিয়ে যাই রাঁধতে

এসব কথা তো তুমিও বলতে তাহাকে

এসব কথা তো সবাই জানত…আমিও…

-- সেটুকু নিচ্ছি শহরের পরিবর্তে


তুমি আজ থেকে প্রতিদিন গুণে রাখছ

মনে রেখ সব কীর্তনগুলো অব্যয়…

এখন কী তবে আলো জ্বালবার অছিলায়

তুমিও একটা প্রকাশনী খুলে রাখবে!



*********************************************************************************************




সব্যসাচী মজুমদার

এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। কবিতা এবং গদ্যে  সমান পারদর্শী। এই কবির কাছে আমাদের প্রত্যাশা অনেক।  বর্তমান সময়ের অন্যতম উল্লেখযোগ্য সাময়িকপত্র 'বান্ধবনগর'- এর 
 পরিচালক মন্ডলীর অন্যতম। সম্প্রতি প্রকাশিত সব্যসাচীর কবিতার বই---







1 টি মন্তব্য:

  1. সব্যসাচী মজুমদার কেন শব্দের আত্মীয়, কেন ভাবের গভীরে ডুবুরি, কেন স্নায়ুসংক্রমণের নিবিড় প্রতীতি, কেন লেখার তূণীর ভরে রাখা তীর শুধু ছিলা চেনে...এইসব জিজ্ঞাসার উত্তরে আমার পাঠকজন্ম ভরে আসে অনুভব ব্রততীর আদলে ও আনন্দধারায়...আহা!

    উত্তরমুছুন