সাধন চৌধুরী * দু'টি কবিতা
কার্সিনোমা
এই কথা বুঝে নিতে অনেক কষেছি আঁক
সত্যিই বেদনার সন্তান অনশ্বর অভিশাপে
কঁকিয়ে কেঁদে ক্রমশ হিস্টিরিয়া ; ব্যথাও কি
বেদনার সমার্থক বিষদিগ্ধ ঠোঁটের রক্তিম থুথু
বিনিময়ে প্রতিবন্ধী হলে সখেদ নির্বেদ? উপশম দীর্ঘতর
অনুতাপে ক্ষয়ে ক্ল্যাসিকাল পক্ষাঘাতে কেতরে শুয়ে
ঘোড়দৌড় মাঠের স্বপ্ন সম্বল, নিঃসংশয় ধরে নিতে হয়
বেদনা এক লুকনো অর্বুদ কার্সিনোমা বীজ
ভিতরে ম্যালিগন্যান্ট তীব্র কালকূট সক্রিয় বিষ্ফোট
এ জন্মের মতো ভালবাসা নষ্ট হোক শল্য চিকিৎসায়।
রম্যঘাসফড়িং
প্রেম বুঝি নাই আমি বাকিটুকু উদাস অপেক্ষা
হতে পারে, কর্তব্যের শেকলে বাঁধা হাত-পা সকলই
সংসার এইমত ভাসমান গ্লেসিয়ার, কিছু তার
নাব্য উপরিতল, দৃশ্যত উঁচিয়ে মাথা স্তুতি-স্তব কথা
জলের তলায় নীলতিমির নিমগ্ন শরীর জেগে রয়
হয়তো শিকারী নয়, অলীক গা-ঝাড়া দেয় জলের কুহক
প্রেম বুঝি নি কখনও ভাষাভীরু ডুবে যাই আরও নীলে
দেখেছি উত্তুরে বাতাস হুহু কেঁপেছে হৃদয় বরাবর
বেপথু করেনি যে হাওয়া মূূলে, বিষয়চিন্তা মুখর
ভুলেছি ঘাসের মাঠ রম্য ঘাসফড়িং স্বপ্নেও দেয়নি ধরা।
****************************************************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন