সোমবার, ২ অক্টোবর, ২০২৩

শুভশ্রী রায়





শুভশ্রী রায় * দু'টি কবিতা







সোহাগ-জীবন

চোখের সামনে দুনিয়া চকচক করে,

হইহট্টগোল আর তুমুল উৎসবে মেতে থাকে,

জন্ম-বিবাহ-বিচ্ছেদ পুনঃপুনঃ উদযাপন, 

পৃথিবীর এক ধারে আমি দুটো খরগোশ নিয়ে

কোনও রকমে বেঁচে থাকি বিনা ঘোষণায়;

কলমে দু' চারটে কবিতা, ব্যাগে দশবিশ টাকা,

হাঁড়িতে মাপা অন্ন,

মনে অফুরন্ত খুশি;


অনুভবে আবেগে রোদ জল মেখে

প্রাপ্তির মাঠ থেকে দু' এক কণা কুড়িয়ে

তারিখের পর তারিখ কাটাই....


কী করা উচিৎ আমার সঙ্গে!

অবশেষে সিদ্ধান্ত নিয়ে, সোহাগ ছড়াতে ছড়াতে 

বহুমাত্রিক জীবন পাশ দিয়ে নরম পায়ে হেঁটে যায়।












দুপুরের ডাক

ঘুঘু ডাকে

দুপুরের ভেতর ফ্ল্যাটের বারান্দায়.....

গভীর হয়ে আসে অপরাহ্ন ,

ভিটে তো নয়,

মাটির মুখ না দেখা ফ্ল্যাট, জ্যামিতিক ঘরবাড়ী....

কেন এখানে এমন ডাকে এরা!


বাবা-মায়ের কথা মনে পড়ে যায়,

তারা কি এই গাঢ়তার আশেপাশে কোথাও?


ঝিম ধরে অস্তিত্ব জুড়ে-

আগের জন্ম, এই জন্মের সমস্ত বিষাদ চেপে বসে;

ঔদাসিন্য মনের গহীনে ঢুকে যায়।


অপরাহ্ণ ক্রমশ গাঢ় হ'তে হ'তে

নিজের ভেতর আমাকে টেনে নেয়;

ছড়িয়ে ছিটিয়ে থাকে মনখারাপ আঁকা রোদ।



********************************************************************************************



শুভশ্রী রায়

জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন  উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন