মালা ঘোষ মিত্র * দু'টি কবিতা
সুগন্ধ
নিমফুল দিয়েছে সুবিস্তীর্ণ মাঠ
অনুভব করি এক পরম মায়া
ছায়াঘন বাঁশবাগান আলপনা আঁকে
কার্নিশে পড়ে থাকে আধফালি রোদ
দুর্ভেদ্য জঙ্গলে বীজ
সোনালী রোদ্দুরে প্রলেপ
মুথা ঘাস মাথা তোলে
পিঁপড়েরা জামরুলের পাতায়
বাসা বাঁধে , চড়ুইও ঘাস দিয়ে-----
সুগন্ধি ফুল বয়ে আনে মগ্নতা।
চিরহরিৎ গাছেরা ছায়া দেয়,
মেহগনি বাগানে আনন্দ নৃত্য চলে।
শুকতারা
অমাবস্যার রাতে উজ্জ্বলতা নিয়ে
চেয়ে আছে শুকতারা----
জাল বুনে চলি রহস্যের
নিবিড়তা বাড়ে,
চিলেকোঠার ঘরে মাকড়সার জাল,
কালিঝুলি, ঝোড়ো বাতাসে ধূলো
ছাদে জলের কলে আয়রন
বোঝা যায় না কিভাবে বিকেল
গড়িয়ে যায়, ফুচকাওলার ঘন্টিবাজে----
ওবাড়ি থেকে বেরিয়ে আসে
সুন্দরী তন্বী দুই নারী----
মধ্যবয়সী পুরুষ, ছোট শিশু---
কেউ টকজলে খুশি,
কারো আরো ঝাল চাই,
বেচারা ফুচকা দিতে নাজেহাল----
বলিষ্ঠ হাতে পেশীফুলে ওঠে,
ময়না কেবলই ডানা ঝাপটায়,
টলটলিয়ে বেড়ে ওঠে রঙ।
**************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন