শীলা দাশ * দু'টি কবিতা দু'টি কবি
কুয়াশা কেটে গেলে
তোমার জ্বর ঠোঁটে এখন কুয়াশার গাঢ় সংলাপ। নিঝুম ঘরদোর,উঠোনে পড়ে আছে ভাঙ্গা বাঁশি।তোমার ঘুমচোখে পাতার শিরশিরানি।তোমার ইচ্ছে আর অনিচ্ছেরা একসাথে শুয়ে আছে। এই দিলাম তোমাকে এক অরণ্য ভালোবাসা। মাথা তোলো। চুমু নাও, কুয়াশা কেটে যাবে। আলতো রোদে নেমে আসবে শুশ্রুষার বাতাস। তারপর উঠে একগাল ধুলো মাখা ভাত খেও। জেনো এই তোমার স্বদেশ জন্মভূমি। কুয়াশা কেটে গেলে ভালোবাসা পেলে তুমি নিরাময় চোখে একবার তাকিও তোমার স্বদেশের দিকে। সে হাত বাড়িয়ে আছে।
তোমার ইচ্ছেগুলো
তোমার ইচ্ছের হাড়গুলো সব ভেঙ্গে গেছে।তুমি এখন কেঁচোর মত। মাংসপিন্ডের ভেতরে ইচ্ছে গুলো আঁকপাক করছে।তোমাকে দেখে কি কোনো ফুল ফুটবে?অথবা চাঁদ তারা? ঐ দ্যাখো বোধ হয় বৃষ্টি আসছে। বৃষ্টি পড়লে এক্ষুনি জোসনা নিকনো উঠোন ধুয়ে যাবে। তখন কি তোমার গুড়ো গুড়ো ইচ্ছে গুলো জমে শক্ত হয়ে প্রস্তর যুগের ঘোড়া অথবা ডাইনোসর হবে? হাজার হাজার শতাব্দীর শেষে তোমাকে দেখে আবার ফুল ফুটবে চাঁদ উঠবে তারা জাগবে।
***********************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন