বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

অণুগল্প * প্রভাত ভট্টাচার্য





উৎসবের শরিক 

প্রভাত ভট্টাচার্য 


আজ ষষ্ঠী। শুরু হয়েছে বাঙালীদের সেরা উৎসব - দুর্গোৎসব। সবাই মেতে উঠেছে আনন্দে। 

নিউ দীঘাতে একটা বড় হোটেল রয়েছে  - সী রঅ্যাল। তার উল্টো দিকেই রয়েছে একটা চায়ের দোকান। মা বাবা আর ছেলে মিলে চালায়।  চা ছাড়াও পাওয়া যায় বিস্কুট, টোস্ট, ওমলেট, এইসব । যা আয় হয় কোনোরকমে চলে যায়। পাশেই তাদের ছোট্টো বাড়ি। 

এখন অনেক লোকজন এসেছে। বিক্রিও হচ্ছে প্রচুর। 

ভালোই হলো ।তোমাদের নতুন জামাকাপড় কেনা যাবে। বাবা বলল। 

তোমাকেও কিনতে হবে কিন্তু। বলল মা। 

হ্যাঁ, না হলে আমরা নেবো না। বলল ছেলে। 

আচ্ছা বাবা, তাই হবে। বাবার মুখে হাসি। 

একটু বাড়তি পাওনা, একটু বাড়তি খুশি। ওরাও আজ তাই উৎসবের শরিক।









************************************"**************************************************************



প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর একটি গ্রন্থ --- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন