মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

দেবশ্রী দে




 


দেবশ্রী দে * দুটি কবিতা 







দরজা

খুলেছি না ভেবেই,


কতজন এসেছে— হিসেব রাখিনি

চলে গেছে কতজন — চেয়ে চেয়ে দেখেছি শুধু


আটকে রাখার নাম আপ্যায়ন নয়

যেকোনও শ্বাসের শব্দে 'অতিথি' লিখেছি প্রতিদিন









ছায়াকে

শান্ত করো,

গ্রীবা থেকে নেমে এসো দয়াময়


কবুল হতে হতে

যেকোনো পাপ-ই মার্জিত


বৃষ্টির নিশানা ছুটে গেলে

মেঘলা বুকে কাফের লিখেছি


**************************************************************




দেবশ্রী দে 

দেবশ্রী দে হাওড়া, শিবপুরের বাসিন্দা। স্কুল এবং কলেজজীবনে লেখালিখির সঙ্গে যুক্ত ছিলেন। মাঝে কিছু বছরের বিরতি। ২০১৯ সাল থেকে শ্রুতিনাটক লেখার মধ্য দিয়ে ফিরে আসা। নিয়মিত কবিতাচর্চা এবং বিভিন্ন ধরনের বই পড়া-ই তাঁর বর্তমান যাপন। বেশকিছু খ্যাতনামা পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়েছে। কবিতা নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন দেবশ্রী। কোলকাতা বইমেলা, ২০২৩—এ তাঁর প্রথম কাব্যগ্রন্থ— গার্জিয়ান কল প্রকাশিত হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন